Connect with us

নিউইয়র্ক

নিউইয়র্ক সিটিতে গাড়ির গতিসীমা ১০ মাইল

Published

on

নিউইয়র্ক সিটিতে গাড়ির গতিসীমা ১০ মাইল

নিউইয়র্কে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্টেট গভর্নর ক্যাথি হকুল। তিনি বলেন, প্রতি বছর নিউইয়র্কের রাস্তাগুলোতে গাড়ির ধাক্কায় বিপুলসংখ্যক শিশু হতাহতের ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় অনেক পরিবারকে কাঁদতে  দেখেছেন তিনি। তিনি উল্লেখ করেন, গত বছর নিউইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় শতাধিক পথচারী মারা গেছেন।

এদিকে, নিউইয়র্ক সিটির রাস্তায় যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০ মাইলে নামিয়ে আনার নতুন আইনকে স্বাগত জানিয়েছেন ট্রাফিক সেফটি কর্মীরা। গত মাসে স্টেট বাজেটের অংশ হিসেবে আইনটি পাস হয়েছে। গভর্নর হকুল এবং নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস উভয়েই বিলটির পক্ষে ছিলেন। গত কয়েক বছরে যানবাহনের ধাক্কায় শত শত পথচারীর মৃত্যুকে অনাকাঙ্খিত হিসেবে অভিহিত করে তারা নতুন আইনকে ইতিবাচক মনে করছেন।

‘স্যামিস ল’ নামে পরিচিত এই আইনটি করা হয়েছে স্যামি কোহেন একস্টেইন নামে ১২ বছরের একটি শিশুর স্মরণে। ২০১৩ সালে শিশুটি তার বাড়ির পার্ক স্লোপে একটি ভ্যানের ধাক্কায় নিহত হয়। শিশুটির মা অ্যামি কোহেন ম্যানহাটনে গভর্নর হকুল এবং মেয়র এডামসের উপস্থিতিতে বলেন, ‘এটা একটা আনন্দের দিন, একই সাথে বেদনাময় তিক্তস্মৃতিরও দিন।’ তিনি তার ছেলের ব্যাপারে বলেন, ‘স্যামি ছিল অকুতোভয় এবং দৃঢ়প্রতিজ্ঞ। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে সে ছিল শত মাইল বাইকচালনা সম্পন্নকারী সবচেয়ে কমবয়সী শিশু।’

এই আইনের ফলে ‘ট্রাফিক কামিং জোনগুলোতে’ গাড়ির গতিসীমা ২৫ থেকে ২০ মাইলের বদলে ঘণ্টায় ১৫ থেকে ১০ মাইলে নেমে আসবে। তবে ম্যানহাটানের বাইরে তিন লেনের রাস্তাগুলোতে ঘণ্টায় গতিবেশ ২৫ মাইলই থাকবে। মেয়র নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেন, সিটিতে বহুসংখ্যক লোক খুবই দ্রুতগতিতে গাড়ি চালায়। তিনি বলেন, নিউইয়র্কারদের পথগতি কমিয়ে আনতে পারলে মৃত্যুও কমিয়ে আনতে পারবেন তারা। নতুন আইনে গাড়ির গতিসীমার জন্য নির্দিষ্ট কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি। এ ব্যাপারে সিটি মেয়র বলেন, সব রাস্তা একই রকম নয়। কাজেই একই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পুরো সিটির গতিসীমা ঠিক করা উচিত হবে না।

Advertisement
Advertisement

Trending