Connect with us

সারা বিশ্ব

নিক্কি হ্যালি বললেন, তিনি ট্রাম্পকেই ভোট দেবেন

Published

on

রিপাবরিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি বুধবার প্রথমবার বললেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়ার পরিকল্পনা করলেন। সূত্র: বিবিসি

ট্রাম্পের আমলে জাতিসংঘে মার্কিন দূত হিসাবে দায়িত্ব পালন করেন নিকি হ্যালি।

দলীয় মনোনয়নের লড়াইয়ে ট্রাম্পের সামনে সবচেয়ে বেশি সময় ধরে টিকেও ছিলেন। অবশেষে গত মার্চে সরে দাঁড়ান তিনি।

ওয়াশিংটনে হাডসন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে রক্ষণশীলদের সামনে দেওয়া ভাষণে ট্রাম্প-বাইডেন দুজনেরই সমালোচনা করেন নিকি হ্যালি। তিনি বলেন, ‘আফগানিস্তানে একটি পরাজয়ের নেতৃত্ব দিয়েছেন বাইডেন। ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে তিনি কিছুই করেননি। এমনকি সম্প্রতি ইসরায়েলকে নেকড়ের মুখে ছুড়ে দিয়েছেন।’

নিকি হ্যালি বলেন, ‘একজন ভোটার হিসেবে আমি তাঁকেই প্রেসিডেন্ট হিসেবে চাই, যিনি আমাদের মিত্রদের সঙ্গে থাকবেন, সীমান্তকে সুরক্ষিত করবেন, পুঁজিবাদ ও স্বাধীনতাকে সমর্থন করবেন। যিনি বুঝতে পারবেন, আমাদের বেশি বেশি নয় বরং কম ঋণ দরকার, এমন একজনকেই প্রেসিডেন্ট দেখতে চাই।’

কাকে ভোট দেবেন, এ প্রসঙ্গে নিকি হ্যালি বলেন, ‘এসব নীতিতে ট্রাম্প নিখুঁত নন। কিন্তু জো বাইডেন বিপর্যয়কর। তাই আমি ট্রাম্পকেই ভোট দেব।’

তবে সাবেক সাউথ ক্যারোলিনার গভর্নর নিক্কি র্হালি নিজের সমর্থকদের ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানাননি।

Advertisement
Comments
Advertisement

Trending