Connect with us

সারা বিশ্ব

নিজের জন্মদিনে কর হ্রাসের আশ্বাস দিলেন ট্রাম্প

Published

on

নিজের জন্মদিনে আবারও প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স নিয়ে খোঁচা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প। আর কয়েকমাস পরেই অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে উভয় প্রার্থীর বয়স আলোচনায় অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্প শুক্রবার তার ৭৮তম জন্মদিন উদযাপন করেন। ফ্লোরিডায় ট্রাম্প তার জন্মদিনের জমকালো আয়োজনে অতিথিদের অ্যামেরিকার পতাকার আদলে পোশাক পরে আসতে বলেন। তার পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়, ‘অ্যামেরিকার এ যাবৎকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনে আমাদের সঙ্গে যোগ দিন।’

অনুষ্ঠানে কর হ্রাস করার প্রতিজ্ঞা করেন ট্রাম্প। গতবার নিজের শাসনামলে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশে নামান ট্রাম্প। একই সঙ্গে আরও কিছু করে ছাড় ঘোষণা করেন।

এবারের নির্বাচনে জয়ী হলে কর আরও কমাবেন বলে জানান তিনি। ট্রাম্প বলেন, ‘ আমি এগুলোকে (কর হ্রাস) স্থায়ী ব্যবস্থায় পরিণত করতে চাই। কর বর্তমান অবস্থা থেকে আরও হ্রাস করতে চাই। মধ্য আয়ের মানুষদের জন্য এটাকে আরও অনেকখানি কমিয়ে আনব আমি।’

তবে, ট্রাম কোন খাত থেকে কোন পদ্ধতিতে কর কমাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

একই সঙ্গে অনুষ্ঠানে অভিবাসীদের ঢলের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ কখনও এমন বিপদের সম্মুখীন হয়নি। আমাদের দেশকে আগামী বহু বছর এর দায় শোধ করতে হবে।’

হোয়াইট হাউসে ফিরতে মুখিয়ে থাকা ট্রাম্প বহুবার প্রেসিডেন্ট বাইডেনকে বুড়ো ও দূর্বল বলে আক্রমণ করেছেন। ট্রাম্পের নিজের স্বাস্থ্য নিয়ে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও বাইডেনের (৮১) বেশি বয়সকে নির্বাচনি প্রচারের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন তিনি। অথচ বাইডেনের চেয়ে মাত্র তিন বছরের ছোট ট্রাম্প।

বর্তমানে বাইডেন আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প এবারের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন দেশটিতে শপথ নিতে যাওয়া সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

তবুও ট্রাম্পের প্রচার শিবির থেকে প্রায় প্রতিদিন বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খাওয়া বা কথা বলার সময় ভুলে যাওয়ার মতো নানা বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করা হয়ে থাকে। তাদের দাবি, বাইডেন অ্যামেরিকার প্রেসিডেন্ট হিসেবে যে কার্যকর নন, এসব ভিডিও তারই প্রমাণ।

ট্রাম্পের বয়স নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাইডেন শিবির থেকেও তার বয়স নিয়ে কথা উঠছে।

জো বাইডেনের চলাফেরার ক্ষেত্রে কিছু সমস্যা প্রসঙ্গে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক ম্যাথিউ ফস্টার এএফপিকে বলেন, ‘শারীরিক সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পার্থক্য চোখে পড়ে। কারণ, বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কাজের সময়ের ধরাবাঁধা নিয়ম নেই। তিনি জনসমক্ষে বেশি থাকেন। তিনি যখন সমর্থকদের সামনে ভাষণ দেন তখন দীর্ঘক্ষণ, অসংলগ্ন অনেক আবেগের কথা বলেন।’

ট্রাম্প মিডিয়ায় নিজের একটি তরুণ ইমেজ তৈরিতে যথেষ্ট তৎপর। ট্রাম্পকে ৭৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। এক্সে পোস্ট করা এক বার্তায় বাইডেন বলেছেন, ‘শুভ ৭৮ তম জন্মদিন, ডনাল্ড। এক বুড়োর কাছ থেকে আরেক বুড়োকে জন্মদিনের এ শুভেচ্ছা। বয়স শুধুই একটি সংখ্যা।

Advertisement
Comments
Advertisement

Trending