Connect with us

কমিউনিটি সংবাদ

প্রাথমিক স্কুল ফিডিং প্রোগ্রামে অংশ নিতে প্রবাসী বাঙ্গালীদের প্রতি প্রতিমন্ত্রী রুমানা আলীর আহ্বান

Published

on

যুক্তরাষ্ট্র সফররত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি প্রদান ও ঝড়েপড়া রোধকল্পে সরকারের গৃহীত স্কুল ফিডিং প্রোগ্রামে অংশ নিতে প্রবাসীব বাঙ্গালীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

২ জুন রোববার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে ডিম, দুধ, কলা আর রুটির মত খাদ্য প্রদান করা গেলে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে শিক্ষার সামগ্রিক হার বাড়বে এবং স্থানীয়ভাবে উৎপাদনের সাথে সংশ্লিষ্টরা ন্যায্য মূল্য পাবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সম্প্রতি ১৬০ উপজেলায় এই কর্মসূচি শুরু করার অনুমোদন দেয়ার কথা উল্লেখ করে তিনি সরকারের পাশাপাশি প্রবাসীদেরও এতে সক্রিয় অংশ গ্রহণের উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সালমা রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদু ন্নবী বাকী, সহসভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক শফিকুল আজম আজাদ, মেট্রো ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মুক্তিযোদ্ধা ও মেট্রো ওয়াশিংটনের আওয়ামীলীগ ও যুবলীগসহ সুশীল সমাজের গণমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।

Advertisement
Comments
Advertisement

Trending