Connect with us

নিউইয়র্ক

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকেই ভোট দেবেন নিকি হ্যালি

Published

on

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকেই ভোট দেবেন নিকি হ্যালি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীতার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমে হেরে যাওয়া নিকি হেইলি জানিয়েছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। দলীয় প্রার্থী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় এই ট্রাম্পের সঙ্গেই কয়েক মাস ধরে তীব্র বাগযুদ্ধে জড়িয়ে ছিলেন হ্যালি, করেছেন তীব্র সমালোচনা; তারপর ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার দৌঁড়ে পিছিয়ে পড়ে মার্চে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান তিনি।
এরপর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন নিকি হেইলি। বলেন, ট্রাম্প নিখুঁত প্রার্থী নন। তবে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন বিপর্যয়কর।

মতবিরোধ থাকার পরও প্রেসিডেন্ট নির্বাচনে নিজে রিপাবলিকান প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়ে দিলেও নিজের হাজারো সমর্থকদের ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানাননি নিকি হেইলি।

ওয়াশিংটন ডিসির হাডসন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে রক্ষণশীলদের সামনে দেওয়া ভাষণে ট্রাম্প-বাইডেন দুজনেরই সমালোচনা করেন নিকি হেইলি। বলেন, আফগানিস্তানে একটি পরাজয়ের নেতৃত্ব দিয়েছেন বাইডেন। ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে তিনি কিছুই করেননি। এমনকি সম্প্রতি ইসরাইলকে নেকড়ের মুখে ফেলে দিয়েছেন।

নিকি হেইলি বলেন, একজন ভোটার হিসেবে তিনি তাকেই প্রেসিডেন্ট হিসেবে চান, যিনি মার্কিন মিত্রদের সঙ্গে থাকবেন, সীমান্তকে সুরক্ষিত করবেন, পুঁজিবাদ ও স্বাধীনতাকে সমর্থন করবেন। যিনি বুঝতে পারবেন, বেশি বেশি নয় বরং কম ঋণ দরকার, এমন একজনকেই প্রেসিডেন্ট দেখতে চান। ট্রাম্প এসব নীতিতে নিখুঁত না হলেও বাইডেন বিপর্যয় ডেকে এনেছেন। তাই তিনি ট্রাম্পকেই ভোট দেবেন।

Advertisement
Comments
Advertisement

Trending