Connect with us

তারকা ভুবন

বিয়ে করছেন সোনাক্ষী

Published

on

সোনাক্ষী সিনহা প্রেম করছেন- এমন কানাঘুষা অনেক দিন ধরেই শোনা গেছে বলিউডের অন্দরে। যদিও এ প্রসঙ্গে কখনো কথা বলতে শোনা যায়নি ‘দাবাং’ তারকাকে। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর, চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন শত্রুঘ্নকন্যা।

টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী তার প্রেমিক জহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ জুন দুজনের বিয়ের দিন ঠিক হয়েছে। গত ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জহির। দুই পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। বলিউডের অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে দুজনকে। কখনো হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন, কখনো আবার ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে সংবাদমাধ্যমেও লেখালেখি হয়েছে বহুবার।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট জহির ইকবাল। সোনাক্ষীর বয়স ৩৭ আর জাহিরের ৩৫। জহিরকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে। কদিন আগেই কপিল শর্মার শোয়ে ‘হীরামান্ডি’র প্রচারে এসেছিলেন সোনাক্ষী। সে সময় তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন কপিল। উত্তরে অভিনেত্রী বলেছিলেন, ‘কাটা ঘায়ে নুনের ছিটে! আমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুত।’ যদিও বুদ্ধিমত্তার সঙ্গে জহির ইকবালের প্রসঙ্গে তখন এড়িয়ে গিয়েছিলেন সোনাক্ষী।

Advertisement
Comments
Advertisement

Trending