Connect with us

খেলার খবর

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Published

on

বিশ্বকাপের আগে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি হিসেবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। এই ম্যাচ স্বাগতিরা জিতলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজের ট্রফি ঘরে তুলবে তারা। অন্যদিকে টাইগাররা জিতলে সিরিজে ১-১ সমতায় আসবে। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হোসেন হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নিতিশ কুমার, নোশতুশ কেনিজিগে, সৌরভ নেত্রবালকার, স্টিভেন টেলর।

Advertisement
Comments
Advertisement

Trending