Connect with us

তারকা ভুবন

হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কাজ পাচ্ছেন না সাবা!

Published

on

হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কাজ পাচ্ছেন না সাবা!

গেল কয়েক বছর ধরে সাবা আজাদের সঙ্গে হৃতিকের প্রেম নিয়ে বলিউডে কম আলোচনা হয়নি। যদিও নিজেদের প্রেম নিয়ে বরাবরই বেশ খোলা মেলা হৃতিক ও সাবা। যার প্রেক্ষিতে রাতারাতি বলিপাড়ায় খ্যাতিও পেয়েছেন সাবা। কিন্তু সেই খ্যাতির বিড়ম্বনাতেই যেন জ্বলেপুড়ে যাচ্ছেন হৃতিকের প্রেমিকা। যারই ইঙ্গিত মিলেছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে।
জানা গেছে, গত দু-বছর ধরে কোন ভয়েস ওভারের কাজ পাচ্ছেন না সাবা। যার প্রেক্ষিতে তিনি জানান, ‘ধনী, সফল অভিনেতা’কে ডেট করার অর্থ এমন নয় যে তার কাজের দরকার নেই।
সম্প্রতি ডাবিং স্টুডিও থেকে নিজের একটি ছবি পোস্ট করেন সাবা। যার ক্যাপশনে লেখেন, ‘আমার ন্যাচারাল আবাসে ফিরলাম–একটা ভয়েস ওভার রেকর্ড করছি প্রায় ২ বছর পর!!!???’ এরপরেই বোমা ফাটান সাবা।
সাবা জানান, দেড় দশক ধরে ভয়েস ওভার শিল্পী হিসাবে কাজ করছেন তিনি। নিজের জন্য এই ক্যারিয়ার তিনি নিজেই বেছে নিয়েছেন। আর্থিক দিক থেকে তিনটি ক্যারিয়ারের মধ্যে (গায়িকা, নায়িকা এবং ভয়েস ওভার শিল্পী) ভয়েস ওভার শিল্পী হওয়াটাই তার পক্ষে লাভজনক হয়েছে।
তিনি জানান, একটা সময় মাসে ৬-৮টি বিজ্ঞাপনের ভয়েস ওভার দিতেন তিনি, আড়াই বছর আগে থেকে কাজ আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর এক পরিচালকের মুখে তিনি শোনেন, ‘ভেবেছি তুমি আর ভয়েস ওভারের মতো ছোটখাটো কাজ করতে আগ্রহী হবে না, যেহেতু… ‘।
সাবা লেখেন, ‘এবার ধরে নিন কী বলা হয়েছিল’। বিজ্ঞাপন জগতের নামী মুখ সেই পরিচালক, শিক্ষিত, মার্জিত ওই পরিচালকের মুখে এমন কথা শুনে অবাক হন সাবা। তিনি স্পষ্ট বলেন, ‘আমি কাকে ডেট করছি, তার সঙ্গে আমার কাজ সম্পর্কিত নয়।’
সাবার কথায়, ‘যখন দুজন মানুষ একসঙ্গে আসেন তার মানে এই নয় তারা নিজেদের পরিচিতি, কাজ সব ত্যাগ করেন’।
পিতৃতান্ত্রিক সমাজের চোখ রাঙানিকে চ্যালেঞ্জ করে হৃতিকের প্রেমিকা লেখেন, ‘আমাকে নিজের পাতের খাবারটা জোগাড় করতে হবে’। হৃতিকের সঙ্গে তার প্রেম সম্পর্কের জেরে এভাবে কাজ হারাবেন তিনি, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি সাবা।
গত আড়াই বছরে রোশান পরিবারের ঘরের মেয়ে হয়ে উঠেছেন সাবা। হৃতিকের দুই ছেলের সঙ্গেও দারুণ বন্ডিং সাবার। তবে প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা হলেও বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস

Advertisement
Comments
Advertisement

Trending