Connect with us

বাংলাদেশ

কোটা আন্দোলনের আরও ২ সমন্বয়ক ডিবির হেফাজতে

Published

on

সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
আজ শনিবার সন্ধ্যায় তাঁদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ডিবির হেফাজতে নেওয়া হয়। রাত ১১টায় ডিবির প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, তাঁদেরকে নিরাপত্তার স্বার্থেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে আজ শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাঁদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই পাঁচ সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

Advertisement
Comments
Advertisement

Trending