Connect with us

বাংলাদেশ

গাজায় স্থায়ী শান্তির জন্য মার্কিন উদ্যোগকে বাংলাদেশের সমর্থন

Published

on

newyork-somoy

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ সরকার। ৬ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজা উপত্যকার মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি ও উপত্যকার সর্বত্র পর্যাপ্ত সাহায্য সরবরাহের নিশ্চয়তা দেয়া—সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রিদের অপর একটি প্রস্তাবকেও বাংলাদেশ সমর্থন করে। মন্ত্রণালয় বলেছে, ‘আমরা এ ব্যাপারে আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতামূলক প্রচেষ্টার প্রশংসা করি।’
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘‘যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর অবিলম্বে এবং সম্পূর্ণ প্রত্যাহার অপরিহার্য। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘দুই রাষ্ট্র সমাধানই’ একমাত্র কার্যকর পথ।’’
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এ যুদ্ধের অবসানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমর্থন জানাই।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘ফিলিস্তিনি জনগণ যাতে তাদের রাষ্ট্রত্বের অবিচ্ছেদ্য অধিকার উপলব্ধি করতে সক্ষম হয়, সেজন্য ফিলিস্তিন রাষ্ট্রকে অবিলম্বে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ দিতে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানাই।’

Advertisement
Comments
Advertisement

Trending