Connect with us

বাংলাদেশ

জাতিসংঘের ৭৯তম অধিবেশনে আসছেন ড. মুহাম্মদ ইউনূস

Published

on

ড. ইউনূস

সরকার প্রধান হিসাবে টানা ১৭ বার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছিলেন বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসাবে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় ৭৯তম অধিবেশনেও যোগদানের কথা ছিল তার। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর ফলে এবার বদলে গেছে প্রেক্ষাপট। আসছে ১০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ জাতিসংঘের ৭৯তম অধিবেশনে এবার আসছেন ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সূত্র বলছে, আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের সভা। সরকার প্রধান হিসাবে এবারের অধিবেশনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ৮ আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন তিনি। এদিকে, নিউইয়র্কে এলে প্রবাসীদের সাথে মতবিনময় সভা করতে পারেন ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন এই মতবিনিময় সভার আয়োজন করবে বলে জানা গেছে।

Advertisement
Comments
Advertisement

Trending