Connect with us

বাংলাদেশ

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেবে বাংলাদেশ সরকার

Published

on

newyork-somoy

বাংলাদেশীরা যারা বিশ্বের বিভিন্ন জায়গায় বসবাস করেন , তারা কেবল দেশে গিয়ে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড না থাকায় পদে পদে ভোগান্তিতে পড়েন। আবার অনেকে প্রয়োজনীয় সেবাও গ্রহণ করতে পারেন না। এমনকি একটি ব্যাংক হিসাবও খুলতে পারেন না। বাংলাদেশে বিভিন্ন সেবা গ্রহনের জন্য এনআইডি কার্ড বাধ্যতামুলক করা হয়েছে। যারা বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছেন, সম্পদ কিনছেন অথবা উত্তরাধিকারী সূত্রে পা্ওয়া সম্পত্তি স্থানান্তর করতে চাইছেন , ব্যাংক হিসাব খুলতে চাইছেন , ব্যবসা বাণিজ্য করতে চাইছেন কিংবা বিভিন্ন ধরনের নাগরিক সেবা নিতে চান । এসব কিছুর জন্য এনআইডি কার্ড লাগে। বিষয়টর গুরুত্বতা বুঝে সরকার এখন এটিকে গুরুত্ব সহকারে দেখছে। আপাতত যুক্তরাষ্ট্রসহ এনআইডি কার্ড দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আরও একাধিক দেশে চালু করা হবে এ এনআইডি কার্ড।
এদিকে নিউইয়র্কের কনসুলেট যেখানে অবস্থিত , সেটি আগামী সেপ্টেম্বর মাসে স্থানান্তরিত করা হচ্ছে। নতুন অফিসে সুবিধাল পরিসরে মানুষকে সেবা দেয়া হবে। এই বিষয়ে নিউইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা বিস্তারিত তুলে ধরে গেল ১৪ মে সাংবাদিক সম্মেলন করেছে। সিটিতে কনস্যুলেট অফিসে সেবা নিতে আসা প্রবা্সীদের নানা সমস্যার কথা তুলে ধরে তিনি জানান বর্তমানে কনসুলেটে সবচেয়ে বড় সমস্যা সেবাগ্রহীতাদের জায়গা না হ্ওয়ার পাশাপাশি পার্কিং । গাড়ির পার্কিং খুজঁতে খুজঁতে অনেকে তাদের নির্ধারিত সাক্ষাতের সময়টি পার করে ফেলেন। ভেতরে বসার জায়গা না থাকায় আবার অনেককে দাড়িঁয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। জায়গা আরো বড় হলে কাংখিত সুবিধা সম্ভব সেবা নিতে আসা মানুষদের। এ সময় নিউইয়র্কে সোনালী ব্যাংকের কিংবা বাংলাদেশের যেকোন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের একটি ডেস্ক বসিয়ে মানি অর্ডারসহ কনসুলেট সংক্রান্ত সব লেনদেন করার আহ্বান জানান । এর বিকল্প হিসাবে লেনদেনের জন্য ক্রেডিট বা ডেবিট কার্ড গ্রহনের পরামর্শ দেন অনেকে।

Advertisement
Comments
Advertisement

Trending