Connect with us

বাংলাদেশ

প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও আর্জেন্টিনা সমর্থক

Published

on

প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও আর্জেন্টিনা সমর্থক

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছে আলামিন নামে এক যুবক। গত চারদিন ধরে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। এ ঘটনায় পলাতক নারী কাকলি রানীর স্বামী অমল ভুইমালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (৬জুলাই ) সন্ধ্যায় আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২ জুলাই) উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।
জানা গেছে, শিক্ষক আলামিন অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা অর্পনা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াত। একপর্যায়ে ভুক্তভোগী অমল ভুইমালির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষক আলামিন কাকলি রানীকে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী অমল ভুইমালি বলেন, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি গরীব মানুষ। পুলিশ চার দিনেও আমাকে কোনো সহযোগিতা করল না। শিশুটিকে নিয়ে বিপাকে আছি।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই গৃহশিক্ষককে আটক করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement
Comments
Advertisement

Trending