বিদায় নিচ্ছেন পিটার হাস
বিদায় নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত আলোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার জায়গায় ডেভিড স্লেটন মিলকে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেভিড মিলের মনোনয়ন সেনেটের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সেনেট অনুমোদন দিলেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন ডেভিড মিল। তিনি বর্তমানে চীনের বেইজিংয়ের আমেরিকার
দূতাবাসের ডেপুটি মিশন প্রধান। তাছাড়া তিনি সেখানকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক এবং অর্থনৈতিক শক্তি প্রদর্শন চলছে। এর মধ্যে চীনে থাকা কর্মকর্তাকে বাংলাদেশের রাষ্ট্রদূতের জন্যে মনোনয়ন দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।