Connect with us

বাংলাদেশ

বিদেশ থেকে দুটি ব্যবহৃত ও একটি নতুন মোবাইলফোন আনা যাবে

Published

on

newyork-somoy

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একজন যাত্রী দুটি ব্যবহৃত মোবাইলফোন বিনা শুল্কে আনতে পারবেন। এর বাইরে আরেকটি নতুন মুঠোফোন আনা যাবে। তবে এ জন্য শুল্ক-কর পরিশোধ করতে হবে। সব মিলিয়ে একজন যাত্রী বিদেশ থেকে তিনটি মোবাইলফোন আনতে পারবেন।
যাত্রী ব্যাগেজ বিধিমালা সংশোধন করে জারি হওয়া নতুন বিধিমালার আওতায় বিদেশ থেকে তিনটি মোবাইলফোন আনার বিধান যুক্ত করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় একজন যাত্রীর তিনটি মোবাইলফোন আনার বিধান প্রতিস্থাপনের কথা বলেছেন।
আগে বিদেশফেরত একজন যাত্রী দুটি মুঠোফোন আনতে পারতেন। এই দুটি মুঠোফোন নতুন নাকি ব্যবহৃত হবে, তা উল্লেখ ছিল না। নতুন বিধিমালায় এবার বিনা শুল্কে শুধু ব্যবহৃত মুঠোফোন আনার বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে।
এ বিধিমালায় নতুন একটি মুঠোফোন আনা হলে একজন যাত্রীকে কত শুল্ক-কর দিতে হবে, তা–ও বলা হয়েছে। যেমন ৩০ হাজার টাকা পর্যন্ত দামের মুঠোফোনে শুল্ক–কর দিতে হবে ৫ হাজার টাকা। তবে মুঠোফোনের দাম ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা হলে শুল্ক–কর দিতে হবে ১০ হাজার টাকা। আর মুঠোফোনের মূল্য ৬০ হাজার টাকার বেশি হলে ২৫ হাজার টাকা শুল্ক–কর দিতে হবে।

Advertisement
Comments
Advertisement

Trending