বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে বঙ্গভবনে ঢুকতে দেয়নি সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বঙ্গভবনে যেতে চেয়েছিলেন মাহি বি চৌধুরী। এসময় তাকে দেখে দুয়োধ্বনি দেয় উপস্থিত জনতা। তাকে বঙ্গভবনে প্রবেশ করতে দেয়নি তারা। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় বঙ্গভবনের প্রবেশ পথে যায় মাহি বি চৌধুরীকে বহনকারী গাড়ি। এসময় তাকে দেখে ব্যাঙ্গাত্মক নানা ধরনের স্লোগান দিতে থাকে বঙ্গভবনের সামনে থাকা উৎসুক মানুষ। তার গাড়ি ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়া হয়। পরে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান মাহি।