Connect with us

বাংলাদেশ

মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস

Published

on

কিলার আব্বাস

ঢাকার একসময়ের শীর্ষ সন্ত্রাসী আব্বাস ওরফে আলী কিলার আব্বাস গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ছিলেন। গত সোমবার রাত সাড়ে ১০টায় তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, কিলার আব্বাসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সবক’টি মামলায় জামিন পাওয়ায় তাকে সোমবার রাতে মুক্তি দেওয়া হয়।
জানা গেছে, রাজধানীর ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম ছিলেন এ কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয় তার নামে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন আব্বাস।

Advertisement
Comments
Advertisement

Trending