Connect with us

বাংলাদেশ

১০ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

Published

on

১০ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় হকার শাহজাহান (২৪)কে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন।
এর আগে আনিসুল হক ও সালমান এফ রহমানকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আদালতে নেয়া হয়। এ সময় আদালতে আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আদালত প্রাঙ্গণে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। আদালতে সাবেক আইনমন্ত্রী ও সাবেক উপদেষ্টাকে প্রথমে গারদখানায় রাখা হয়। পরে এজলাসে তোলা হয়। এজলাস থেকে বের করার সময় সাবেক আইনমন্ত্রীর দিকে ডিম নিক্ষেপ করতে দেখা যায়। এ সময় উপস্থিত মানুষ নানা ধরনের স্লোগান দেন।
এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে নিউমার্কেট এলাকায় হকার শাহজাহান মারা যান।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে আসামি করা হয়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending