Connect with us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান

Published

on

নাঈমুল ইসলাম খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খান। বৃহস্পতিবার সরকারি কয়েকটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নোট জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি হতে পারে। ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্ম নেন এই সাংবাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।
সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ১৯৮২ সালে। সম্পাদনা করতেন সময় নামে একটি মাসিক পত্রিকা। পরে যার নামকরণ হয় খবরের কাগজ। সম্পাদক হিসেবে কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, আমাদের সময়সহ বেশ কয়েকটি পত্রিকায়। তার হাত ধরেই বাংলাদেশের দৈনিক পত্রিকায় ভাষাগত পরিবর্তন আসে, প্রতিবেদনগুলো পাঠকের কাছে সহজবোধ্য হয়ে ওঠে। পরবর্তীতে যে ধারা গ্রহণ করে নেয় অন্য পত্রিকাগুলো।

Advertisement
Comments
Advertisement

Trending