Connect with us

কমিউনিটি সংবাদ

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ : চ্যাম্পিয়ন বাংলাদেশের টিম ডায়ামন্ডকে সংবর্ধনা দেবে গ্লোবাল এনআরবি চেম্বার

Published

on

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ : চ্যাম্পিয়ন বাংলাদেশের টিম ডায়ামন্ডকে সংবর্ধনা দেবে গ্লোবাল এনআরবি চেম্বার

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র পরিদর্শন করতে ‘উইনার সেলিব্রেশন ২০২৪’ ইভেন্টে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ‘টিম ডায়ামন্ডস’। নাসা অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ১৬২টি দেশের ৫ হাজার ৪২৭টি দলের মধ্যে ৩৫তম স্থানই কেবল দখল করেনি, তার মধ্য থেকে গ্লোবাল উইনার হওয়া ১০টি দলের ভেতরেও অন্যতম স্থান অর্জন করেছিল বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই ‘টিম ডায়মন্ডস’।
এবার সেই টিমকে সংবর্ধনা দিতে চায় গ্লোবাল এনআরবি চেম্বার। গত ৩ জুন সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এমনটা জানান সংগঠনটির নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল নাজমুল হুদা। এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে অনুষ্ঠিত নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জে গ্লোবাল চ্যাম্পিয়ন বাংলাদেশ দল টিম ডায়ামন্ডসকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো এমন গৌরব অর্জন করে। সে সময়, টিম ডায়ামন্ডস একটি ইন্টারেকটিভ গেমভিত্তিক স্পেস লাইনিং সিস্টেম বানিয়েছিল, যার মাধ্যমে শিশুরা নক্ষত্রের রং, উজ্জ্বলতা, ভরের পরিবর্তন, এর পেছনে লুকিয়ে থাকা কারণগুলো সর্ম্পকে জানতে পারে। অনুষ্ঠানে টিম ডায়মন্ডসের পক্ষ থেকে দলটির সদস্য টিসা খন্দকার, মুনিম আহমেদ, ইঞ্জামামুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বলা হয়, গ্লোবাল এনআরবি চেম্বার এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠনে পরিণত হয়েছে। কানেক্ট ইয়োর বিজনেস টু দা ওয়ার্ল্ড—এই মন্ত্রকে সামনে রেখে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ চেম্বার। যার মূল লক্ষ্য হলো প্রবাসী ও বাংলাদেশিদের বিনিয়োগ, দক্ষতা, অভিজ্ঞতা আর ব্যাবসায়িক স্বার্থের সর্বোচ্চ নিশ্চয়তা প্রতিষ্ঠিত করা। জানানো হয়, এরই মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে এক হাজারের বেশি প্রতিষ্ঠিত বাংলাদেশি গ্লোবাল এনআরবি চেম্বারের সদস্য হয়েছেন।

Advertisement
Comments
Advertisement

Trending