বাংলাদেশ
নারায়ণগঞ্জে গ্রেপ্তার আরও ১০৭, ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা
Published
6 months agoon
এবার কাউকে ছাড়বো না: শামীম ওসমান
নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাগুলোতে আরও ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সরাসরি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও যানবাহনে আগুন দেয়ার সঙ্গে জড়িত ৮ জন রয়েছেন। তারা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি হীরা, রবিন (২৩) আশিক (২২) মো. ইউসুফ হৃদয় (২৬) আবু সাঈদ (২৯) জনি (১৯) হোসাইন (২৬) রমজান (৫৩)। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তিনদিনে ৩০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে দুস্কৃতকারী ও নাশকতাকারীরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড়, দুই নং রেলগেট, সদর থানা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন, পুলিশ বক্স, আওয়ামী লীগ অফিস, ফতুল্লা থানার জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস, পাঁসপোর্ট অফিস, পিবিআই অফিস, শিল্প পুলিশের ক্যাম্প, বিজিবি অফিস ভাঙচুর করে এবং আগুন দেয়। এছাড়া এসবি গার্মেন্টস, ইব্রাহিম শপিং কমপ্লেক্সে মার্কেটসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি হীরাসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার রবিন ১৬১ ধারায় পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে, জামায়াত নেতা মাসুদ মেম্বার এবং যুবদল নেতা মামুনের নেতৃত্বে মহাসড়কে এবং সরকারি-বেসরকারি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতা চালায়। এই নাশকতার সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সাজ্জাদ, সজল, সাজিদ, ইমন, আবুল হোসেন ও সাঈদ রেজা জড়িত। পুলিশ সুপার আরও জানান, নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে নারায়ণগঞ্জের ৫ থানায় মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে ৫০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭ হাজার জনকে আসামি করা হয়েছে।
এসব মামলায় গত তিনদিনে মোট ৩০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়িঘর ছাড়া বিএনপির নেতাকর্মীরা এদিকে পুলিশের চিরুনি অভিযানে নারায়ণগঞ্জে বাড়িঘর ছাড়া বিএনপি’র নেতাকর্মীরা। দিন-রাত জেলার বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মীদের বাড়িঘরে হানা দিচ্ছে পুলিশ। অনেকেই গ্রেপ্তার এড়াতে নিজ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ আত্মগোপনে চলে গেছেন। বিএনপি’র একাধিক নেতাকর্মী জানান, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। সেই আন্দোলনকে বিএনপিসহ সমমনা সকল রাজনৈতিক দল সমর্থন দেয়। আন্দোলনকারীদের সঙ্গে এ নিয়ে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয় আইনশৃংখলা বাহিনীর। কিন্তু পুলিশ সবকিছু ছাপিয়ে বিএনপি’র নেতাকর্মীদের বাড়িঘরে হানা দিচ্ছে। গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছে। কাউকে এবার ছাড়বো না: শামীম ওসমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের মালিকানাধীন শীতল বাস ডিপোতে ২৪ গাড়িতে ও তার বড় ভাই সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের স্মরণে করা নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক পরিদর্শন করেন শামীম ওসমান। এ সময় তিনি বলেন, এতসব সম্পদ নষ্ট করেছে, এতে আমার কোনো দুঃখ নেই। পেশাগত কাজে এসে নির্যাতনের শিকার হয়েছে নারী সাংবাদিক। একজন হিন্দু মহিলা তার মেয়েকে নিয়ে রিকশাযোগে যাওয়ার সময় নাশকতাকারীরা স্বর্ণের জিনিসপত্র ছিনিয়ে নেয়ার পর শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। সারা দেশ থেকে এসে জঙ্গিরা জড়ো হয়েছিল নারায়ণগঞ্জে। যারা আশ্রয় দিয়েছিল আমরা মুক্তিযোদ্ধাদের মতো তাদের চিহ্নিত করে যা করার তা-ই করবো। শুধু প্রতিশোধ না প্রতিঘাত করবো। কাউকে এবার ছাড়বো না।
নাশকতাকারীদের প্রতি ধিক্কার আইভীর ওদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে ‘ছাত্র আন্দোলনের’ নামে যারা নাশকতা ও আগুন সন্ত্রাস চালিয়েছে তাদের প্রতি নিন্দা ও ধিক্কার জানাই। এই ধরনের কাজ যারা করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। গতকাল দুপুরে নগর ভবনে সাংবাদিকদের কাছে দেয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালীন রাত দশটার দিকে নগর ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল দুপুরে জাতীয় সংসদের হুইফ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা নগর ভবন পরিদর্শনে যান। এ সময় মেয়র আইভী বলেন, অগ্নিকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নগর ভবন ছাড়াও সিটি করপোরেশনের আরও কয়েকটি স্থাপনায় আগুন ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সিটি মেয়র বলেন, এই শহরের মধ্যে দেখার মতো একটি ভবন এটি (নগর ভবন)। এই ভবন জনগণের জন্য, জনগণের টাকায় করা হয়েছে। এই ভবনের প্রতি এত আক্রোশ কেন, গাছের প্রতি কেন আক্রোশ! জাপান থেকে যেসব চেরি ফুল গাছ দেয়া হয়েছিল, সেগুলো নষ্ট করে টবগুলো ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এইসব তাণ্ডব চলেছে। পাশের ভবনটিও ভাঙা হয়েছে। সবকিছু মিলিয়ে এই আক্রোশ কি শুধু সিটি করপোরেশনের প্রতি নাকি আমার প্রতি, আমি ঠিক বুঝলাম না। তবে, আমি অনুরোধ করবো এই ধরনের রাজনীতি যারা করে, ভাঙচুর করে, হত্যা করে যারা দেশের সম্পদ বিনষ্ট করে, তারা তো দেশপ্রেমিক হতে পারে না। ঢাকা ও ঢাকার আশেপাশে যেসব কাজ করা হয়েছে তারা তো মানুষ হতে পারে না।
এই ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডকে ‘জঘন্যতম’ উল্লেখ করে আইভী বলেন, ‘সিটি করপোরেশনসহ নারায়ণগঞ্জ শহরে যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়েছে, আমি মনে করি এটি একটি জঘন্যতম কাজ। আমি এর নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আমি ঠিক বুঝলাম না, এত আক্রোশ কেন তাদের। এত হিংস্র রাজনীতির শিকার এই বাংলাদেশ কেন? এই দেশটা তো আমাদের সকলের। তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে এতবড় একটা ম্যাসাকার হলো কিন্তু আমরা একদিন আগেও কোনো তথ্য পেলাম না কোনো সংস্থার কাছ থেকে। কারা এটা করলো, ভবিষ্যতে হয়তো এসব তথ্য বের হবে। শেষের দিকে আমরা চার-পাঁচজনকে এইখানে (নগর ভবন) আগুন দেয়া অবস্থায় এবং লোকজনকে মারধর করা অবস্থায় কয়েকজনকে ধরেছি। তাদেরকে পরে আমরা পুলিশের কাছে দিয়েছি।’
গল্প: একা
প্রবন্ধ: মাইজভান্ডারি গান: একটি মনগড়া ভূমিকা
এ সপ্তাহের কবিতা (১৭ জানুয়ারি ২০২৫)
স্মৃতিগদ্য: বাংলার শীত কুয়াশার চাদর
রহস্য গল্প: জিনাত মহল
ভেঙে গেলো মুক্তধারা ফাউন্ডেশন ড. নুরুন্নবীর পদত্যাগ
নিউইয়র্কের মিলন ও সস্ত্রীক কল্লোল পেলেন বাংলাদেশ সরকারের সিআইপি অ্যাওয়ার্ড
শেখ পরিবারের সীমাহীন দুর্নীতি: অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ করেছে দুদক
ভিসা নীতি শিথিল করলো যুক্তরাষ্ট্র
৫০–এ পা দিয়ে এখনো একা সালমানের নায়িকা নাগমা
Trending
-
কমিউনিটি সংবাদ20 hours ago
ভেঙে গেলো মুক্তধারা ফাউন্ডেশন ড. নুরুন্নবীর পদত্যাগ
-
বাংলাদেশ2 days ago
শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন?
-
সুস্বাস্থ্য20 hours ago
সিজোফ্রেনিয়া কী এবং এ রোগে আক্রান্ত ব্যক্তিদের আচরণ কেমন হয়?
-
কমিউনিটি সংবাদ20 hours ago
উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সেলিম ফাউন্ডেশন ইনকের