Connect with us

বাংলাদেশ

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

Published

on

লুৎফে সিদ্দিকী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি উপদেষ্টার মর্যাদার সমতুল্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। লুৎফে সিদ্দিকী ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অ্যাডজান্ট প্রফেসর এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ভিজিটিং প্রফেসর-ইন-প্র্যাকটিস।
এর আগে তিনি ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকের এফএক্স, রেটস অ্যান্ড ক্রেডিটের উদীয়মান বাজারের গ্লোবাল হেড এবং বার্কলেস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
২০১২ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে স্বীকৃতি দেয়। তিনি পুঁজিবাজার, অবকাঠামো বিনিয়োগ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ঝুঁকি বিষয়ে কাউন্সিল এবং স্টিয়ারিং গ্রুপে দায়িত্ব পালন করেন।
তিনি বেশ কয়েক বছর ধরে দাভোসে অফিসিয়াল প্রোগ্রামসহ ডব্লিউইএফের এক ডজনেরও বেশি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।
লুৎফে এলএসই সিস্টেমিক রিস্ক সেন্টার, এনইউএস সেন্টার ফর গভর্নেন্সের উপদেষ্টা বোর্ড এবং ইউডব্লিউসি আটলান্টিক কলেজ এবং এনসিসি লন্ডনের পরিচালনা পর্ষদের সদস্য।
তিনি ব্রেটন উডস কমিটি, সিএফএ ইনস্টিটিউটের ফিউচার অব ফিনান্স এবং ওএমএফআইএফ, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ফোরামেও ভূমিকা রাখেন।
আন্তর্জাতিক মিডিয়ায় লুতফের ব্যাপক উপস্থিতি রয়েছে। ২০০৯ সাল থেকে বাংলাদেশ সরকার তাকে সিআইপি হিসেবে মনোনীত করেছে।

Advertisement
Comments
Advertisement

Trending