এক. জল ভালোবাসলে যেমন অচেনা লোকালয়, বনানী কিংবা উপত্যকায় অপ্রত্যাশিতভাবে দেখা পাওয়া যায় নদীর, তেমনি—পূরাতাত্ত্বিক সাইটের ভূগর্ভস্থ নকশায় নিরিখ করে নজর দিলে পাওয়া যেতে পারে, জীবাষ্ম...
বাতাসেরা ঘরবন্দি হলে, বন্ধ হয় তোমার দম। কেউ কেউ তখন পকেট-ভর্তি সূর্য-রোদে মেতে ওঠে। পঞ্চাশের পৌঢ়ত্ব তোমার অহংকারে ঢেউ তোলে। আপাতত তুমি সুখের ঢোক গিলে যাচ্ছো;...
ওই আঠারশো সাতষট্রি, দুটি কাচের মতো ডানা মেলে তিরতিরে হাওয়ায় মাথা দুলিয়েছো আশ্বিন, নির্মম মাস আমার- ধুনকির হুঁশ নেই, এমন রোদ ঝিমিয়ে নামছে কর্কশ ঘাস গুচ্ছের...
আবার শরীর জলের শরীর জলেই পোড়ে জলেই নেভে ও রাধিকা ও পাওলি… সাঁতার শেষে মেঘের বাড়ি রোদ দেখিতো পাতলো আড়ি পাহাড় চূড়ায় স্বপ্ন রেখা বৃষ্টি নামে...
পর্দা টেনেছ যদি আলো আসে ঘরে বাবার কবিতা পড়ি, প্রেতলোকে জাগি ঘুম ফুঁড়ে উঠে আসি গান্ধিনগরে কবিতা রচনা করি ভোররাতে তারা ডুবে গেলে পর দেখি সূর্যের...
এখানে বসে আছি, পুরনো শ্মশান ভেঙে কে যেন গড়েছে বাতাস। তারই পরিচয় নিয়ে উড়ে এল দক্ষিণ দিক। আমি তার দিকে তাকিয়ে থাকি, চোখ দুটি জানালা হয়ে...
কী লিখবো, গোপন? নাকি অভিমান করে পুরনো পুকুরে রোজ রোজ মরে যাব? কী দেবে বলো তুমি? -ধনুকে নিশানা নেই, রাজপথে জোকার নেই শুনশান বইমেলা। কী আছে...