বিপুল সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতিতে আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের আয়োজিত মনোজ্ঞ এক নগর সংকীর্তন। গত ২৮ মে মঙ্গলবার বিকেলে, আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত পৃথিবী বিখ্যাত বোর্ডওয়াকে অনুষ্ঠিত হয় এই নগর সংকীর্তনটি।
সংকীর্তনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরেই ভক্তকুলের পদচারণায় মুখরিত হতে থাকে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ঐতিহাসিক এই বোর্ডওয়াক। আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা তরঙ্গধ্বনি ছাপিয়ে ইথারে ভেসে আসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর—‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’।
এই নগর সংকীর্তনে নেতৃত্ব দেন পশ্চিম ভার্জিনিয়াস্থ নিউ বৃন্দাবনের ব্রহ্মচারী শুভানন্দ দাস। এছাড়া এতে অংশগ্রহণ করেন অভয় নিতাই দাশ, কেশব আচার্য দাশ, অনুরাধা দাসী, বিনোদ ভেলোর, প্রভীন ভিগ, উত্তম দাশ, কানচন চৌধুরি, চন্দনা ত্রিপাঠি, দীপংকর মিত্র, প্রদীপ দে, তৃপ্তি সরকার, আন্না মিত্র, মেরি দে, গঙ্গা সাহা, সজল দাশ, রেশমি দাশ, রানা দাশ, ক্ষমা সরকার, সুমি মজুমদার, দীপা দে, পিকলু দাশ, সজল চক্রবর্তী, ধীমান পাল, শুক্লা পাল, বেবি দাশ, বিউটি দাশ প্রমুখ।
এ সময় বোর্ডওয়াকে বেড়াতে আসা মার্কিন সহ ভিনদেশি পর্যটকরা নান্দনিক এই আয়োজনে অভিভূত হয়ে পড়েন। তাদের চলার গতি যায় থেমে। শুদ্ধ-অশুদ্ধ উচ্চারণের সংমিশ্রণে তারা হরিনাম সংকীর্তনে কণ্ঠ মেলান। আবেগে-উচ্ছ্বাসে-আনন্দে ভক্তকুল নেচে-গেয়ে একাকার হয়ে যান। বোর্ডওয়াকের শো বোট হোটেল এর সামনে থেকে শুরু হয়ে মিসিসিপি অ্যাভিনিউ পর্যন্ত গিয়ে নগর সংকীর্তনের সমাপ্তি টানা হয়।
নগর সংকীর্তনের আয়োজকদের পক্ষে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরি, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার প্রবাসী হিন্দুসহ কৃষ্ণপ্রেমীদের নগর সংকীর্তনে অংশগ্রহণ করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।