নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সিটির একটি ভেন্যুতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে পুনরায় আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওমেন নির্বাচিত হন মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।
সভায় আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল, কাউন্সিলওম্যান এট লার্জ স্টিফেনি মার্শাল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরি, ওয়ালটার জনসন, কাশওয়ান ম্যাকিনলে, হলিশা ব্রিজারস, ডেমোক্র্যাট নেতা আব্দুর রফিক, ডেমোক্র্যাট কমিটি পারসন জাকিরুল ইসলাম খোকা, সৈয়দ মো. কাউসার, মোকতাদির রহমান, মো. আবদুল করিম, বেলাল উদ্দীন, লিপিকা আফরোজ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা সভায় উপস্থিত নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।