বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রহিম আফরোজ গ্রুপের সিইও কামরুল ইসলাম নিউইয়র্কের জনপ্রিয় আশা গ্রুপের কর্পোরেট অফিস পরিদর্শন করেছেন। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় আশা গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনে যান তিনি। এই সময় তাঁকে স্বাগত জানান আশা গ্রুপের কর্ণধার প্রেসিডেন্ট আকাশ রহমান ও চেয়ারম্যান এশা রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা গ্রুপের ম্যানেজার বোরহানুস সুলতান। অতিথিকে ফুল দিয়ে বরন করেন আশা গ্রুপের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান।
আকাশ রহমান এবং কামরুল ইসলাম ব্যাবসায়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন। সামনের দিনগুলোতে দুই প্রতিষ্ঠান অংশীদারীত্বের ভিত্তিতে ব্যাবসায়িক বিষয়ে উদ্যোগ নেয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা করেন। এই সময় দুই কর্পোরেট ব্যাক্তিত্ব একসাথে কিছু কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের কাজের কথা শুনে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কামরুল ইসলাম। উল্লেখ্য, প্রায় এক দশক নিউইয়র্কে প্রবীনদের সেবা দিয়ে আসছে আশা হোম কেয়ার। সেবা দেয়ার প্রক্রিয়া মুগ্ধ করেছে বলে জানান কামরুল ইসলাম।
এই বিষয়ে আশা গ্রুপের প্রেসিডেন্ট আকাশ রহমান জানান, আমরা সব সময় গুনি মানুষদের সম্মান জানানোর চেষ্টা করি। রহিম আফরোজ বাংলাদেশের একটি ব্রান্ড। আশা গ্রুপও নিউইয়র্কে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমরা চেষ্টা করছি একসাথে কিছু ভালো কাজ করতে। আশা গ্রুপ নিউইয়র্কে হোম কেয়ারে, অ্যাডাল্ট ডে কেয়ারের পাশাপাশি নানা ধরনের ব্যবসায় সম্পৃক্ত। বাংলাদেশেও তাদের ব্যবসা বিস্তৃত। ভবিষ্যতে সেবার পাশাপাশি আরো নানাভাবে নিজেদের কাজ এগিয়ে নিতে কাজ করছে এই স্বনামধন্য প্রতিষ্ঠান।