উইসকনসিনের ম্যাডিসনের ডাউনটাউনে একটি উচুঁ আবাসিক ভবনের ছাদে রোববার ভোরে পার্টি চলাকালীন বন্দুকের গুলিতে কিশোরসহ ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। আহতদের বয়স ১৪ থেকে ২৩ বছর।
ম্যাডিসন পুলিশ কর্তৃপক্ষ রোববার বিকেলে দেয়া হালনাগাদ তথ্যে জানিয়েছে, রাত পৌনে ১টার দিকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। আহতদের সবাই শঙ্কামুক্ত। তবে আহতদের মধ্যে একজনকে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ম্যাডিসন পুলিশ চিফ শোন বার্নস একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘একটি কমিউনিটির অংশ হিসেবে এই আক্রমণ আমাদের হৃদয়ে আঘাত করছে। তবে স্বস্তিদায়ক বিষয় হচ্ছে অলৌকিকভাবে এ ঘটনয়ায় কেউ হতাহত হয়নি।’
বার্নস বলেছেন, ‘ছাত্রদের এখন গ্রীষ্মের ছুটি উদযাপনের কথা থাকলেও দুঃখের বিষয় তারা এখন চিকিৎসা নিচ্ছেন।’
গুলির ঘটনাটি ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসন ক্যাম্পাসের কাছে ঘটেছে। তবে ইউনিভার্সিটি কর্মকর্তারা বলেছেন এ ঘটনায় আহত বা জড়িতদের মধ্যে কোন ছাত্র ছিল না।
গুলি চালানোর ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।