কমিউনিটি সংবাদ
উল্লাপাড়া সোসাইটির শোকসভা ও দোয়া মাহফিল
Published
4 months agoon
অধ্যাপক ডা: সিরাজুল ইসলাম এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২৭ মে সোমবার নবান্ন রেস্টরেন্ট ও পার্টি হলে নিউইর্য়কের অন্যতম সামাজিক সংগঠন উল্লাপাড়া সোসাইটি অব ইউএস এ ইন্কের উদ্যোগে এ অনুষ্ঠান পরিচালনা হয়। এ সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিঃ শামসুলইসলাম ও পারিচালনা করেন সাধারন সম্পাদক মোঃশফিউলআলমও সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম।সভারশুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন তামিম সাবির এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন উপস্থিত জনেরা।
ডাঃসিরাজুল ইসলামের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ওসমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন ডাঃওমর সিরাজুল হাসান, অধ্যাপিকা হোসনে আরা, মুলধারার সংগঠনের ও কমিউনিটির এক্টিভিস্ট মোরশেদ আলম, ডাঃমাসুদুলহাসান বীর মুক্তিযোদ্ধা, ইঞ্জিঃখাজা মাজাহারুল ইসলাম, মিসেস ফারহা হান্নান, আব্দুস সালাম, ইঞ্জিঃসিরাজুল ইসলাম,মাওলানা ফখরুল ইসলাম মাসুম, এ.বি.এম সিদ্দিকপাটুয়ারি, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম, মোস্তফা মামুনও অনেকে। এ সময় সভায় জানানো হয়, মরহুম ডাঃসিরাজুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার ২৪শে জানুয়ারী ১৯৩৭সালে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে পাশ করেন এবং এস আর সি এস করেন ইংল্যান্ড থেকে ১৯৬৮ সালে। তিনি ৩০ বৎসর ঢাকা মেডিকেল কলেজে অর্থপেডিক সার্জন হিসাবে মানুষের সেবা করেছেন। ১২ বৎসরপর্যন্ত পঙ্গুহাসপাতালের প্রতিষ্টাতা ডাইরেক্টর ছিলেন। অবসরের পরেও তিনি কন্টিনেন্টাল হাসপাতাল ও মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টারের ডাইরেক্টর হিসাবে নিযুক্ত ছিলেন। ডাঃ সিরাজুলইসলাম গত ২০শে মে সোমবার দুপুর ১টায় মৃত্যুবরণকরেন। মৃত্যুকালে দুইপুত্র সন্তান -ডাঃ ওমর সিরাজুল ইসলাম ও ইঞ্জিঃ এসাম সিরাজুল ইসলাম সহ নিকটাত্মীয় ও অসংখ্য ছাত্র/ছাত্রী ও গুনাগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃসিরাজুলইসলামের মৃত্যুতেগভীর শোকপ্রকাশ ও পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে টেলিফোনে ম্যাসেজ পাঠান সাবেক এমপি ডাঃহাবিব মিল্লাত, ডাঃ শামিম আহম্মেদ, ঠিকানাপত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, নব নির্বাচিত (উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান সেলিনা মুক্তি মির্জা, মেরিল্যান্ড থেকে ইঞ্জিঃ এইচ এম শহিদ,উল্লাপাড়া সোসাইটির উপদেষ্টা জুলফিকুর রহমান, মোঃশামীম আহমেদ,ওয়াশিংটন থেকে ডাঃ খন্দকার সেলিন, ভার্জিনিয়া থেকে মোঃজাহিদ মন্ডল, আলিমল হৃদি, নিউজার্সী থেকে ডঃশাহীনুর রাহিম, সৈয়দ মারুল কানাডা থেকে এম এ মতিন ও সানজিদা সালাম খান ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশ সোসাইটি, রূপসী চাঁদপুরফাউন্ডেশন থেকে কর্মকতা বৃন্দ, রাজশাহী জেলা এসোসিয়েশনের সভাপতি শমশেরআলি। মিশিগান থেকে উল্লাপাড়া সোসাইটির উপদেস্টা ডাঃ গোলাম সারোয়ার। পেনসিলভিনিয়া থেকে মাসুদ পারভেজ সেলিমও আরো অনেকে। বাংলাদেশীকমিউনিটিরঅন্যান্য সংগঠনের নেতারা এ সময় সিরাজুলইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা ঘটনা ও দিক নিয়েস্মৃতিচারণ করেন। বক্তারা সকলেই একবাক্যে স্বীকারকরেন যে সিরাজুল ইসলাম এর মৃত্যুতে আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটি তাদের একজন প্রকৃত অভিভাবককে হারালো। এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয় বলে ও মনে করেন তারা। । সভায় উপস্থিত ছিলেন জাফর ইমাম, সিদ্দিকুর রহমান লিটন, শাহাদত হোসেন, এলাহী তালুকদার,একে এম লাবলু, মো: কামরুজ্জামান, শাহীন মাহমুদ, জাকির হাসান রেজা, মো: আশরাফুল ইসলাম ও তুহিন এবংআরো অনেকে।