Connect with us

কমিউনিটি সংবাদ

এক সেকেন্ডে পেতে পারেন ৫০ ডলারের টিকেট!

Published

on

এক সেকেন্ডে পেতে পারেন ৫০ ডলারের টিকেট!

বাসে অটোমেটিক ক্যামেরা : চালকরা সাবধান

তড়িঘড়ি গন্তব্য স্থলে যেতে হবে, কিংবা অনেক সময় ধরে চেষ্টা করছেন পার্কিং না পেয়ে বাস লাইনে রেখে দিয়েছেন গাড়ি! তাহলে এবার চালক হিসাবে আপনার সতর্ক হবার পালা। মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ) এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে, নিউইয়র্ক শহরের ১৪টি রুটে ৬০০টি বাসে অটোমেটিক ক্যামেরা বসানো হয়েছে। এতে করে এখন থেকে যারা বাস লেনে দাড়াঁবেন বা গাড়ি বন্ধ করবেন তারা স্বয়ংক্রিয়ভাবে শুরুতেই ৫০ ডলারের টিকেট পাবেন জরিমানা হিসাবে। এরপরও যদি চালকরা সাবধান না হোন তাহলে পরবর্তীতে ৫ বার বা তার অধিক টিকেট খান তাহলে সেটি হয়ে যাবে ২৫০ ডলার।
এমটিএ অফিস জানিয়েছে, নিউইয়র্ক শহরে দ্রুত যানজট বৃদ্ধির অন্যতম কারণ বাস লেনে এই ডাবল পার্কিং। এমনতেই যাত্রী ওঠা-নামার সুবিধার কথা চিন্তা করে সিটি জুড়ে যেসব গণপরিবহন চলছে তার গতি ধীর। এরপর এমন অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে বেগ পেতে হচ্ছে তাদের। কম্পট্রোলার কতৃপক্ষ বলছে, নিউইয়র্ক শহরে বাসগুলোর যে গতি, তাতে পুরো যুক্তরাষ্ট্রে অনেক শহরের যানবাহনের গতি তুলনায় বেশ ধীর। আর এ কারনে কোভিড ১৯ এর আগের যানজটের শহরে পরিণত হয়েছে নিউইয়র্ক শহর।

Advertisement
Comments
Advertisement

Trending