Connect with us

কমিউনিটি সংবাদ

এবার নিউইয়র্ক সিটি মেয়র পদে প্রার্থী ডা. মুজিবুল হক

Published

on

newyork-somoy

নিউইয়র্ক সিটি মেয়র পদে আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বংলাদেশি আমেরিকান ডা. মুজিবুল হক। নির্বাচনে অংশগ্রহণ করে তিনি যেন জয়ী হতে পারেন সেজন্য সর্বস্তরের আমেরিকানদের পক্ষ থেকে সমর্থনের দাবি জানিয়েছে ফ্রেন্ডস অব ডা. মুজিবুল হক ফর এনওয়াইসি মেয়র। আর তার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ফ্রেন্ডস অব ডা. মুজিবুল হক ফর এনওয়াইসি মেয়র এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী নিউইয়র্ক সিটি মেয়র ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে লড়তে চান বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি, স্বাধীনতাত্তোর বাংলাদেশ ছাত্র লীগ আম্বিয়া-মাহবুব ( বৈজ্ঞানিক) আ. উ. ম মাহবুবল হকের প্রথমসহ সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হক। যিনি দুইবার ইউএস কংগ্রেস লং আইল্যান্ড এবং সেখান থেকে প্রাইমারিতে অবতীর্ণ হয়েছেন। এ সময় ডা. মুজিবুল হক এর জন্য সমর্থন জান তারা । ডা. মুজিবুল হক বলেন, আমি আসন্ন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেব। আমি চাই আমাদের বাঙালি কমিউনিটি তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই সমর্থন দিবেন। এছাড়া অন্যান্য সব কমিউনিটির মানুষের সমর্থন চাইছি।

Advertisement
Comments
Advertisement

Trending