Connect with us

কমিউনিটি সংবাদ

‘কবিতায় দ্রোহ, কবিতায় প্রতিবাদ’ শীর্ষক আলোচনা নিউইয়র্কে

Published

on

newyork-somoy

জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়ে গেল ‘কবিতায় দ্রোহ-কবিতায় প্রতিবাদ’ শীর্ষক আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান। গেল ২৯ জুলাই প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। জ্যাকসন হাইটসের আইডাটা কোর ইনফো টেকের হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি টিভির সিইও কাজী সামসুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও অনুবাদক আনোয়ার হোসেইন মঞ্জু। আব্দুল হামিদ সোহেলেরপরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সফলতা কামনা করেন।
তিনি তার অনুবাদকৃত আমির আজিজের উর্দু ‘সব কিছু মনে রাখা হবে’ পাঠ করেন। তিনি এ মাসে কবি আল মাহমুদের জন্ম ও কবি আসাদ বিন হাফিজের মৃত্যুর কথা স্মরণ করেন। আল মাহমুদের ‘ক্যামোফলার্জী’, কবি আসাদ বিন হাফিজের ‘একটি অনিবার্য বিপ্লবের ইশতিহার’ এবং আনোয়ার হোসেন মঞ্জুর অনুদিত কয়েকটি শের আবৃত্তি করেন আব্দুল হামিদ সোহেল।
কবি ও আবৃত্তিকার ফারুক খান তার ‘অপেক্ষায় আছি’ কবিতাটি আবৃত্তি করেন এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘উলঙ্গ রাজা’ আবৃত্তি করেন। তিনি দেশের মতো প্রবাসেও সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রাখার অভিপ্রায় ব্যক্ত করে বাংলাদেশের আগামী প্রজানোর জন্য সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। বিশিষ্ট সাংবাদিক রিমন ইসলাম কবিতায় দ্রোহ ও প্রতিবাদের গুরুত্ব নিয়ে আলাপচারিতায় টেনে এনেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। তিনি সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজের আশাবাদ ব্যক্ত করেন।
সাপ্তাহিক রানার নিউজ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, কবিতা যত ইতিবাচক হবে, আমাদের সাহিত্য ততো সমৃদ্ধ হবে। কবি মোহাম্মদ শাহীনুল ইসলাম চৌধুরী তার রচিত কবিতা ‘প্রতিকার’ পাঠ করেন ও তার লেখনিতে বর্তমান সময়ের সমস্যার প্রতিবাদ করেন। অনুষ্ঠানের মূল সমন্বয়ক ও পরিষদের আহ্বায়ক, লেখক ড. আবুল কাশেম সত্য ও সুন্দরের চর্চা করতে সবাইকে প্রবাহ সাহিত্য সাংস্কৃ তিক পরিষদের সাথে যুক্ত হবার আহ্বান জানান। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার সুস্থ সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নেয়ার জন্য প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোলায়মান সুস্থ সাহিত্যের বিকাশ নিয়ে কথা বলেন ও কবি আল মাহমুদের একটি কবিতা পড়ে শোনান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব এডুকেশনের আইটি স্পেশালিস্ট আইডাটা কোর ইনফোর সিইও সোহেল মাহমুদ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মুহ, ফখরুল ইসলাম মাছুম, জাকির হোসেন, তোফাজ্জল হোসেন, আবু বকর সিদ্দিক, ফেরদৌস আলম, মিলন খান প্রমুখ। তারা প্রবাহ’র অগ্রযাত্রা ও কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানের সভাপতি কাজী শামসুল হক বলেন, ছোট আঙ্গিক থেকেই ‘প্রবাহ’র যাত্রা শুরু। একদিন এর পরিসীমা বৃদ্ধি পাবে এবং প্রবাসে সুস্থ সাহিত্য-সংস্কৃতির বিস্তার ঘটাবে সংগঠনটি। অনুষ্ঠানে ঘোষণা করা হয় প্রতি মাসে পরিষদ একটি সাহিত্য সভা করবে এবং বাংলা সাহিত্য চর্চা ও বিস্তারে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করবে।

Advertisement
Comments
Advertisement

Trending