Connect with us

কমিউনিটি সংবাদ

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে নিউইয়র্কে গায়েবানা জানাযা

Published

on

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে নিউইয়র্কে গায়েবানা জানাযা

বাংলাদেশে কোটা সংস্কারের দাবিকে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে নিউইয়র্কে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের টাইমস স্কয়ার, কুইন্সের জ্যাকসন হাইটস এবং বাফেলোতে গায়েবানা এ জানাযায় বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা অংশ নেন। গত ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রবাসী নাগরিক সমাজ নিউইয়র্কের ব্যানারে নিহতদের স্মরণে সমাবেশ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় ইমামতি ও বিশেষ দোয়া পরিচালনা করেন আব্দুল লতিফ সম্রাট। সমাবেশে অধ্যাপক ড. শওকত আলী, আব্দুল লতিফ সম্রাট, রিটা রহমান, ফরহাদ খান, গোলাম ফারুক শাহীন, অলিউ ল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুর রহমান সেলিম রেজা, আহবাব চৌধুরী খোকন, বদরুল হক আজাদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এছাড়াও সমাবেশে অংশগ্রহণকারীরা স্থানীয় ৭৩ স্ট্রিটে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে গত ২১ জুলাই রোববার বিকালে নিউইয়র্কের টাইম ক্ষরারের খোলা প্রান্তরে নিহতদের স্মরণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রসমাজ ও সাধারণ প্রবাসীরা অংশ নেন। বাফেলো সিটি হলের সামনে গায়েবানা জানাজা ও সমাবেশ, রেমিট্যান্স পাঠানো বন্ধ করার হুমকি দিয়ে বিক্ষুব্ধ প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ হয়েছে বাফেলো শহরের সিটি হলের সামনে। ছাত্র হত্যার প্রতিবাদে প্রথমে গায়েবি জানাযায় ছাত্রদের বিদেহি আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি নিয়ে স্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বাফেলো সিটি হলের সামনে নারায়া স্বরার এলাকা। গত ১৯ জুলাই শুক্রবার ৩ টায় অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ। ওয়েস্টার্ন নিউইয়র্ক এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন এই বিক্ষোভ সমাবেশে।

Advertisement
Comments
Advertisement

Trending