কমিউনিটি সংবাদ
গানে-গানে নিউইয়র্ক মাতালো সোলস্
Published
3 months agoon
আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে যারা সদ্য শৈশব-কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখছেন, এমন অজস্র তরুণ-তরুণীর কণ্ঠ-মনে জায়গা করে নিয়েছিলো সোলসের গান। পাড়ায় পাড়ায়, অলিতে-গলিতে, ক্যাম্পাসে, আয়োজনে উদাত্ত কন্ঠে সবাই মিলে কিংবা একান্তে গেয়েছেন ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে, অজানা হাজার কত কাজের ভিড়ে’, ‘কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা’ কিংবা ‘মন শুধু মন ছুঁয়েছে’ এমন আরও অনেক প্রিয় গান। তারপর শতাব্দী পেরিয়ে এসেছে নতুন দশক, তবু সেই গানগুলোর আবেদন একেবারেই কমেনি, আবেদন কমেনি সেই মন মাতানো ব্যান্ড সোলসের।
জনপ্রিয় এই ব্যান্ডটি এরই মাঝে পার করেছে তার গৌরবের ৫০ বছর। ৫০ বছরের এ পথ পরিক্রমায় অনেকেই ছিলেন যুক্ত, অনেকে এরই মধ্যে ব্যান্ডটিকে ছেড়েছেন জীবন-জীবিকার তাগিদে। কিন্তু বাঙালির প্রাণের এই ব্যান্ড এখনও তার স্বমহিমায় দেশে-বিদেশে সুরের ধারা অব্যহত রেখে চলেছে। সম্প্রতি যেভাবে তার অস্তিত্বের জানান দিলো নিউইয়র্কে।
গেল ২জুন রোববার, ১৭৬-২১ ওয়েস্কফোর্ড ট্যারেস, জ্যামাইকা স্টেটে নিউইয়র্ক-১১৪৩২ মেরী লুইস একাডেমি হলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিল নিউয়র্কের ইতিহাসে সোলসের সবচেয়ে বড় কনসার্ট। এ সময় কানায় কানায় পূর্ণ হলটিতে গানের সুরে–ছন্দে মেতে ওঠা দর্শকদের উচ্ছ্বাস ছিলো বাঁধভাঙ্গা। প্রবাসের মাটিতে নিজ দেশের প্রিয় ব্যান্ড দলের প্যারফর্মেন্সে মুগ্ধ ছিলেন শ্রোতারা। সোলসের প্রাণ পার্থ বড়ুয়া সন্ধ্যা ৮টা থেকে রাত ১১ টা পর্যন্ত সামান্য বিরতি নিয়ে একের পর এক গান পরিবেশন করেছেন সেদিন। তাকে দেখার জন্য ও তার গান শোনার জন্য নিউইয়র্কে সোলস প্রেমীরা যেন একত্রিত হয়েছিলেন। ছেলে, বুড়ো, নারী, পুরুষ থেকে শুরু করে সব বয়সী দর্শক সেদিন প্রাণ খুলে গেয়েছিলেন গান।
নিউইয়র্কে বর্ণিল এই আয়োজনের উদ্যোক্তা হচ্ছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এবারের এই বিশাল আয়োজনে অংশীদার ছিল গোল্ডেন এজ হোম কেয়ার, রিভারটেল, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, উৎসব ডট কম, এথনিক ফুড (মাছওয়ালা), খলিল বিরিয়ানি, সেলাক্স, ফেউমা, এলেক্সো লাইফস্টাইল, ফ্লিক্সা ও সেভ দ্য স্মাইল। মিডিয়া প্ল্যাটফর্ম সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক আজকাল এবং আরটিভি।
উল্লেখ্য ১৯৭৩ সালে সুরেলা নাম পরিবর্তন করে সোলস নামে শুরু হয় ব্যান্ডটির যাত্রা। ১৯৮২ সালে প্রকাশিত হয় সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’। এটি ছিল দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম। পাঁচ দশকে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘মনে করো’, ‘খুঁজিস যাহারে’, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘এই মুখরিত জীবনে চলার বাঁকে’, ‘কেন এই নিঃসঙ্গতা’র মতো জনপ্রিয় অনেক গান উপহার দিয়েছে সোলস। সোলসের বর্তমান লাইনআপ: নাসিম আলী খান (ভোকাল), পার্থ বড়ুয়া (ভোকাল ও লিড গিটার), আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কিবোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)।