বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক -এর নব নিবার্চিত কার্যকরী পরিষদ (২০২৪ – ২০২৫) এর অভিষেক অনুষ্ঠান। গত ১৬-ই মে বৃহস্পতিবার নিউইর্কের কুইন্সের রীচি রিচ এর হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে নব নির্বাাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন সাবিনা শারমিন নিহার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মীর কাদের রাসেল। এই আয়োজনে প্রানের টানে ছুটে চবিয়ানরা গান, আনন্দ ও আড্ডায় তাদের এই একত্রিত হওয়াকে মিলনমেলায় পরিণত করেছিলেন।
আব্দুল আজিজ নাঈমীর পরিচালনায় অভিষেক অনিষ্ঠান পর্বটিতে নব-নিবার্চিত কার্যকরী পরিষদের সকলকে একে একে মঞ্চে আসার আহ্বান জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। নব নির্বাচিত সভাপতি শারমিন নিহার উপদেষ্টা মন্ডলীর সবাইকে পরিচয় করিয়ে দেন এবং কার্যকরী কমিটির সদস্যরা তাদেরকে ফুল দিয়ে করণ করেন। সাবিনা শারমিন নিহার এবং আহসান জুয়েলের প্রাণবন্ত উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মীর কাদের রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি নিউইর্কস্থ বাংলাদশে কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদাকে ফুল দিয়ে বরণ করেন আজিজা নাঈমী এবং গোলাম মোহাম্মদ মুহিত। অনুষ্ঠানে গীতিকার, সুরকার, সঙ্গীতিশল্পী কিংবন্দতি গায়ক নকীব খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার ব্যাচের বন্ধুরা।