Connect with us

কমিউনিটি সংবাদ

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্ক-এর কার্যকরী কমিটি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

Published

on

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্ক-এর কার্যকরী কমিটি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে সফরকালীন সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্ক-এর নবনির্বাচিত কার্যকরী কমিটি । গত ৩০ মে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসান মাহমুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ কমিটি।
নিউয়র্কের ম্যানহাটনের মিলেনিয়াম হোটেলে এই বিশেষ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা আবদুল আজিজ নঈমী, উপদেষ্টা কামাল হোসেন মিঠু, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, সভাপতি সাবিনা শারমিন নীহার, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল, অর্থ সম্পাদক মাকসুদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ দাশ, সহ সাধারণ সম্পাদক ফারহানা আক্তার এবং রুদ্রনীল দাশ রুপাই।
আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই আমেরিকার পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যরা তাদের ভবিষ্যৎ কার্যক্রম এবং বিভিন্ন উদ্যোগ সংক্রান্ত পরিকল্পনা ড. হাসান মাহমুদের সামনে তুলে ধরেন। অ্যাসোসিয়েশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবাসী এলামনাইদের মধ্যে সংযোগ স্থাপন, সম্পর্ক উন্নয়ন এবং তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
ড. হাসান মাহমুদ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন যে, এলামনাইদের এমন সংগঠন সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি শিক্ষার্থীদের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। এই সাক্ষাতের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্ক তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবে এবং প্রবাসী এলামনাইদের মধ্যে সংযোগ স্থাপন ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নবনির্বাচিত কমিটি তাদের কার্যক্রম শুরু করতে উদ্দীপ্ত এবং ভবিষ্যতে এলামনাইদের কল্যাণে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Advertisement
Comments
Advertisement

Trending