ছড়াটে সম্পাদক, কবি, ছড়াকার শামস চৌধুরী রুশোর মা উম্বুল খায়ের চৌধুরী (৭৫) আর নেই। তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে উম্মুল খায়ের চৌধুরী স্বামী মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী, চার পুত্র, পুত্রবধু, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রামে হালিশহর বি-ব্লক ঈদগাহ ময়দানে মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার কনিষ্ঠ পুত্র হাফেজ মাওলানা মোহাম্মদ বদরুল হুদা চৌধুরী। জানাজা শেষে রাউজানের জানালী চৌধুরী বাড়ি পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। গ্রামের বাড়িতে নিয়ে গেলে সেখানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার ভ্রাতুষ্পুত্র হাফেজ মাওলানা আসিফ সাইফুদ্দীন। মা উদুল খায়ের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন শামস চৌধুরী রুশো