Connect with us

কমিউনিটি সংবাদ

ছড়াটের বিশেষ প্রকাশনা ‘ছড়ায় ছড়ায় ছড়াটে’

Published

on

ছড়াটের বিশেষ প্রকাশনা ‘ছড়ায় ছড়ায় ছড়াটে’

‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৪’ উপলক্ষ্যে ‘ছড়াটে’র বিশেষ প্রকাশনা ‘ছড়ায় ছড়ায় ছড়াটে’ নামে একটি দেয়ালিকার উন্মোচন করা হয়। লেখকদের নিজস্ব হস্তলিপিতে সাজানো হয়েছিল ছড়া সংগঠন ছড়াটে’র ব্যতিক্রমী এই দেয়ালিকাটি।
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটন, বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত্যিক সৈয়দ আল ফারুক ও বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত্যিক ওমর কায়সার ছড়া সংগঠন ছড়াটে’র ব্যতিক্রমী এই দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করেন। অতিথিগণ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এই দেয়ালিকা শৈশব ও স্কুল জীবনের কথা মনে করিয়ে দেয়।‘ সবাই রীতিমতো নস্টালজিক হয়ে পড়েন।
এবার আকর্ষণীয় এই দেয়ালিকায় একত্রিশ জন ছড়াকারের ছড়া স্থান পেয়েছে। নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রথমদিন উন্মোচনের পর দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় দেয়ালিকাটি। বইমেলার উদ্বোধক বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ছড়াটে’র ব্যতিক্রমী এই দেয়ালিকা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২৩ সালে নিউইয়র্ক বইমেলায় শাম্স চৌধুরি রুশো’র সম্পাদনায় ছড়াটে প্রথম দেয়ালিকাটি প্রকাশ করে।

Advertisement
Comments
Advertisement

Trending