Connect with us

কমিউনিটি সংবাদ

ছড়াড্ডায় প্রবাসের ছড়াকারদের হৃদয় নিংড়ানো ভালোবাসা

Published

on

ছড়াড্ডায় প্রবাসের ছড়াকারদের হৃদয় নিংড়ানো ভালোবাসা

ছড়া সংগঠন ছড়াটে-র নিয়মিত মাসিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গেল শুক্রবার কুইন্সের হলিসে ছড়াড্ডা অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের ছড়াকাররা সশরীরে উপস্থিত থাকলেও অন‍্যান‍্য অঙ্গরাজ্যের ছড়াকাররা অনলাইনে যুক্ত ছিলেন এই আয়োজনে।
ছড়াকার শামস চৌধুরী রুশোর সঞ্চালনায় ছড়াড্ডার এবারের অনুষ্ঠানে মেরিল্যান্ড থেকে যুক্ত ছিলেন ফকির সেলিম, ফ্লোরিডা থেকে সারওয়াত জাবিন লুবনা এবং নর্থ ক্যারোলিনা থেকে ওমর কায়সার। নিউইয়র্কের ছড়াকারদের মধ্যে ছিলেন খালেদ সরফুদ্দীন, শামস চৌধুরী রুশো, মিনহাজ আহমেদ, সুমন শামসুদ্দিন ও মামুন জামিল।
ছড়া চর্চার প্রতি ছড়াকারদের একনিষ্ঠতা দেখে আবেগ আপ্লুত হয়ে যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট কবি-ছড়াকার- সাংবাদিক ওমর কায়সার বলেন – ‘আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। ভিনদেশী সংস্কৃতি, ভিন্ন ভাষা, ভিন্ন কর্মে ব‍্যস্ত দিনেও আপনারা আপনাদের প্রাণের মধ্যে বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে।’ ছড়াকাররা সকলে চমৎকার সব ছড়া পাঠ করে আসরকে মাতিয়ে রাখেন। তবে বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষায় ছড়া পাঠ অন‍্যরকম মাত্রা যুক্ত করেছিলো। মিনহাজ আহমেদ সিলেটের, ফকির সেলিম ঢাকার এবং ওমর কায়সার চট্টগ্রামের ভাষায় লেখা তাদের ছড়া পাঠ করেন।

Advertisement
Comments
Advertisement

Trending