Connect with us

কমিউনিটি সংবাদ

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Published

on

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে | গত রবিবার ১৯ মে ২০২৪ জ্যামাইকার তাজ মহল পার্টি হলে বিপুল সংখ্যক জালালাবাদবাসির উপস্থিতিতে সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এই সাধারণ সভার কার্যক্রম শুরু হয় এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর ট্রাষ্টিবোর্ডের সদস্য ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, কওছারুজ্জামান কয়েস, ছদরুন নূর, সৈয়দ নাজমুল হাসান কুবাদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলের যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রুহের ও আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন জালালাবাদের সদস্য শফিকুর রহমান। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম ও কোষাধ্যক্ষের মোহাম্মদ আলীম রিপোর্ট পেশ করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম তার দীর্ঘ রিপোর্টে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। রিপোর্টে সংকটময় মুহুর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া পর থেকে যে সকল কার্যক্রম করেছেন তা বিস্তারিত তুলে ধরেন এর মধ্যে অন্যতম সংগঠনের একাউন্ট থেকে ৩ লক্ষ ৩২ হাজার ডলার বেশি অর্থ উদ্ধারের জন্য সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ এবং বহিস্কৃত সাধারন সম্পাদক ময়নুল ইসলামের বিরুদ্ধে নিউইয়র্ক কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিসে অভিযোগ দায় করেছেন যা এখন তদন্তাধীন রয়েছে। এবং এর সাথে কুইন্স কাউন্টির অভিজ্ঞ আইনজীবী অ্যাটর্নি জোসেফ মোটন কে নিয়োগ করে আত্বাসাতকৃত অর্থ দিয়ে বহিস্কৃত সাধারন সম্পাদক মইনুল ইসলামের নিজস্ব নামে কিনা বাড়ীর উপর আমরা লীন বসিয়েছি এবং বাড়িটির মর্টগেজ কোম্পানির বিরুদ্ধেও সংগটনের চেক নিয়ে অবৈধভাবে অন্যের নামে বাড়ি রেজিস্ট্রি করায় মামলা দায়ের করা হয়েছে যা এখনও চলমান বলে যানান।

সভায় উপস্থিত দুই শতাধিকের বেশী সদস্য সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর মুক্ত আলোচনায় অংশ নেন।

Advertisement
Comments
Advertisement

Trending