Connect with us

কমিউনিটি সংবাদ

জেবিবিএ’র পথমেলা শনিবার

Published

on

জেবিবিএ’র পথমেলা শনিবার

বাংলাদেশি ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াই-এর (জেবিবিএ) পথমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪ সেপ্টেম্বর। এদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেলা।
এর আগে পথমেলার তারিখ নির্ধারিত ছিল ৭ সেপ্টেম্বর শনিবার। বৈরী আবহাওয়ার কারণে আয়োজকরা মেলার তারিখ পরিবর্তন করেন। পথমেলা সফল করতে কামরুজ্জামান কামরুলকে আহ্বায়ক এবং তারেক হাসান খানকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। মেলা কমিটির চেয়ারম্যান হয়েছেন জেবিবিএ’র সাবেক সভাপতি ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ, প্রধান সমন্বয়কারী মো. সেলিম হারুন, সমন্বয়কারী জেড আলম নমি, কো-চেয়ারম্যান মনসুর চৌধুরী, মোল্লা মাসুদ ও মফিজুর রহমান। মেলায় সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের শিল্পীরা অংশ নেবেন। এছাড়া থাকবে শতাধিক স্টল। এসব স্টলে থাকবে পোশাক, জুয়েলারি ও মজাদার বাঙালি খাবার। চলছে স্টল বুকিং। পথমেলায় রয়েছে র্যাফেল ড্র। আর প্রথম পুরস্কার বরাবরের মত একটি গাড়ি। রয়েছে আরো অনেক পুরস্কার।

Advertisement
Comments
Advertisement

Trending