Connect with us

কমিউনিটি সংবাদ

জ্যাকসন হাইটসে প্রথম বাংলাদেশি জুয়েলারি শপ

Published

on

জ্যাকসন হাইটসে প্রথম বাংলাদেশি জুয়েলারি শপ

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রথম বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি শপ ‘কালাম জুয়েলার্স’ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ আগস্ট। বহু বছর ধরে দেশীয় ডিজাইনের স্বর্ণ ও ডায়মন্ড বেচা-কেনার জন্য বিশ্বের শীর্ষ স্থান জ্যাকসন হাইটস। বর্তমানে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রীটে যতগুলি গোল্ড জুয়েলারি শপ পরিচালিত হচ্ছে তার প্রতিটি দোকানের মালিক ভারতীয় অথবা পাকিস্তানি। তবে অধিকাংশ মালিক ভারতীয়। এসব দোকান ঘুরলে দেখা যাবে সেখানে ৯০ শতাংশ সেলস গার্ল বাংলাদেশি এবং ৯০ শতাংশ ক্রেতাও বাংলাদেশি। এ অবস্থায় এই প্রথম জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি শপ উদ্বোধন হতে যাচ্ছে। এটি জেনে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ক্রেতারা খুব আনন্দিত। জ্যাকসন হাইটসে কালাম জুয়েলার্সে শপিং করতে আসা একজন বাংলাদেশি ক্রেতা সীমা রহমান জানান , আমার কাছে খুবই আনন্দ লাগছে। ৭৪ স্ট্রীটে বাংলাদেশি মালিকানাধীন একটি জুয়েলারি শপ খোলা হয়েছে জেনে। এতো দিন আমরা ভারতীয় মালিকদের দোকান থেকে জুয়েলারি কেনাকাটা করতাম। এসব কেনা কাটায় আমরা যে অর্থ খরচ করতাম তার একটি পয়সা্ও বাংলাদেশের অর্থনীতিতে যোগ হতো না। এখন বাংলাদেশি মালিকানাধীন হওয়াতে বিষয়টি স্বস্তিকর হবে। আমরা নিয়মিত এখান থেকে প্রয়োজনীয় ও শখের জুয়েলারি কেনাকাটা করবো। তিনি বলেন , এই জুয়েলারি শপটি আমার কাছে বেশ পছন্দ হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন একই সাথে বেশ বড়। যেকোনো ক্রেতা দোকানে প্রবেশ করে মুগ্ধ হয়ে যাবেন।
উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাওয়া এই দোকানটির অন্যতম মালিকের নাম কালাম। উনি বহু বছর ধরে জুয়েলারি ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে ঢাকার বাইতুল মোকাররম শপিং কমপ্লেক্সে উনার বিশাল জুলেয়ারি শপ আছে। এছাড়াও নিউজার্সিতে রয়েছে তার আরেকটি জুয়েলারি শোরুম। উনি নিউইয়র্ক সময়ের প্রতিবেদককে জানান, বর্তমানে আমরা প্রথম বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি শপ। আমি আশা করবো যুক্তরাষ্ট্রে তথা নিউইয়র্কের আশেপাশের শহরগুলোতে যারা স্বর্ণ ও ডায়মন্ড ক্রেতা আছেন তারা আমাদের কাছে ন্যায্য ও সুলভ মূল্যে গোল্ড ও অন্যান্য জুয়েলারি কিনতে পারবেন। অন্যান্য শপগুলোর চেয়ে কিছুটা হলে ও ডিসকাউন্ট রেটে জুয়েলারি দিতে পারবো বলে আমরা আশা রাখছি।

Advertisement
Comments
Advertisement

Trending