নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে পদন্নোতি
কর্মক্ষেত্রে অসামান্য কর্ম দক্ষতা দেখিয়ে ডিকেটটিভ সেকেন্ড গ্রেডে পদন্নোতি পেয়েছেন জামিল সারওয়ার। তাঁর এই সাফল্যে বাংলাদেশী কমিউনিটির মানুষও গর্বিত। জামিল সারওয়ারের এই সাফল্যে তাঁকে সম্বর্ধনা দিয়েছে আশা গ্রুপ।
নিউইয়র্ক সিটির জ্যামাইকা আশা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আশা হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাশেম। সম্বর্ধনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান। তিনি তাঁর বক্তব্যে জামিল সারওয়ারের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। একইভাবে তাঁর দেখানো পথে নতুন প্রজন্মের তরুনরাও এগিয়ে যাবে প্রত্যাশা ব্যাক্ত করেন আকাশ রহমান।
আমন্ত্রিত অতিথি, আশা গ্রুপ এবং আশা সোস্যাল এডাল্ট ডে কেয়ারের সদস্যরা জামিল সারওয়রাকে ফুলের শুভেচ্ছা জানান।
এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বাপার প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী। প্রত্যেকের কন্ঠেই ছিলো জামিল সারওয়ারের কাজের প্রশংসা।
জামিল সারওয়ার নিজের কাজ দিয়ে কমিউনিটির মানুষের তথা বাংলাদেশী কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন বলে জানান
আশা হোম কেয়ারের চেয়ারম্যান এশা রহমান।
এদিকে, জামিল সারওয়ায়ের দীর্ঘদিনের সহকর্মী এবং বাপা প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকীর মতে জামিল সারওয়ার শুধু একজন দক্ষ পুলিশ অফিসারই নন, তিনি একজন সৎ এবং চমৎকার বন্ধুও বটে। সব সময় অন্যের উপকারের জন্য সচেষ্ট বলে জানান এরশাদ সিদ্দিকী।
অনুষ্ঠানে নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, বিশিষ্ট রিয়েলএস্টেট ইনভেস্টর নুরুল আজিম, শো টাই মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, কমিউনিটি এক্টিভিস্ট ফরমান হোসেন, রাজনীতিবিদ এবং কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদল হক চৌধুরী, সাংবাদিক এসএম সোলায়মানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে প্রতিক্রিয়ায় ডিটেকটিভ জামিল সারওয়ার জানান এই সম্বর্ধনা তাকে অনুপ্রানিত করবে। সামনের দিনগুলোতে আরো ভালো কাজ করে কমিউনিটি তথা বাংলাদেশের মান উজ্জ্বল করতে চান বলে জানান তিনি। পরে সার্জেন্ট এরশাদ সিদ্দিকীর জন্মদিন উপলক্ষ্যে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে শুভেচ্ছা জানান।