Connect with us

কমিউনিটি সংবাদ

ঢালিউড অ্যাওয়ার্ডের ২১তম আসর বসছে ৩০ জুন

Published

on

ঢালিউড অ্যাওয়ার্ডের ২১তম আসর বসছে ৩০ জুন

নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-এর ২১তম আসর বসছে আগামী ৩০ জুন রোববার। কুইন্সের জামাইকায় অ্যামাজুরা হলে অনুষ্ঠিতব্য এ আসরে ১৭ জনকে ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে আসছেন একঝাঁক তারকা শিল্পী। প্রতি বছরের মত এবারও থাকছে নানান চমক। গত ২৪ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান স্পন্সর গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহনেওয়াজ।
সংবাদ সম্মেলনে আলমগীর খান আলম জানান, এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩০ জুন রোববার নিউইয়র্কের জ্যামাইকা অ্যামাজুরা হলে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই শনিবার নিউইয়র্কের বাফেলোতে।
তিনি জানান, এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সুপার স্টার শাকিব খান, মৌসুমী, চঞ্চল চৌধুরী, তাহসান খান, মেহজাবিন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, তাসনিয়া ফারিন. মিলা ইসলাম, তৌসিফ মাহবুব, তৌহিদ আফ্রিদী, ইয়াসমীন লায়লা, মন্দিরা চক্রবর্তী, দর্শরা বণিক ও দিনাত জাহান মুন্নী। আরো থাকছেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।
আলমগীর খান আলম আরো জানান, খামারবাড়ী গ্রোসারি, বম্বে ভিডিও, খলিল বিরিয়ানী হাউজ ও সুচনা সুপার মার্কেটে টিকেট পাওয়া যাচ্ছে। টিকেটের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হয়েছে।
গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহনেওয়াজ বলেন, নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশি বিশাল জনগোষ্ঠী রয়েছে। তারা নিউইয়র্ক সিটির বাংলাদেশি অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পান না। তাদের কথা বিবেচনায় রেখে শোটাইম মিউজিক যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ সফল করতে সহযোগিতা করছে গোল্ডেন এজ হোমকেয়ার।

এদিকে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভারতে একসময়ের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠির আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি আসছেন না বলে ঠিকানাকে জানিয়েছেন আলমগীর খান আলম। তিনি জানান, আর্থিক স্বল্পতার কারণে শিল্পা শেঠিকে আনা সম্ভব হচ্ছে না। শিল্পা শেঠির বাজেট অনেক বেশি। এত বাজেট নেই। তা ছাড়া এখন মানুষের হাতে তেমন অর্থ নেই। যদি বিগ বাজেট ওঠানো যেত, তাহলে তাকে আনা যেত। তাই আপাতত বলিউডের কাউকে আনার পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending