নাসাও বাংলাদেশি কমিটির পিকনিক অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুলাই নাসাও কাউনটির লং আইল্যান্ডে এ পিকনিকের আয়োজন করা হয়। বাৎসরিক এ বনভোজনে প্রধান উপদেষ্টা ও গ্র্যান্ড স্পনসর হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বারের এক্সিডেন্ট ও ইমিগ্রেশন কেইসে বর্তমান সময়ের অত্যন্ত অভিজ্ঞ ‘অ্যাটর্নি এট ল’ ও ডেমোক্রেটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ’ ‘প্রবাস বন্ধু’ অ্যাটর্নি মঈন চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কমিনিউটির সভাপতি মোদাছসির মিয়া এবং সাধারণ সম্পাদক মো: রাহমান শামীম সহ সমিতির আন্যান্য সদস্যরা।