Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্কে খান টিউটোরিয়ালের সফলতার ৩০ বছর

Published

on

নিউইয়র্কে খান টিউটোরিয়ালের সফলতার ৩০ বছর

নিউইয়র্কে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান খান টিউটোরিয়াল তার সাফল্যের ত্রিশ বছর পার করলো। আর এ দীর্ঘ যাত্রায় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় অ্যাকাডেমিক সহায়তা এবং পরামর্শ দেবার জন্য নিবেদিত ছিল। জীবনের সকল স্তরের ছাত্রদের ক্ষমতায়নের নীতির উপর প্রতিষ্ঠিত, খানস টিউটোরিয়াল ধারাবাহিকভাবে ব্যতিক্রমী অ্যাকাডেমিক ফলাফল প্রদান করেছে এবং বাংলাদেশি কমিউনিটির জন্য উন্নয়ন কর্মসূচির পিছনে একটি চালিকা শক্তি হিসেবেও কাজ করেছে। ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এরই মধ্যে খান টিউটোরিয়ালের এগিয়ে যাওয়ার পেছনের গল্পটা বলেছেন প্রতিষ্ঠানটির সিইও উভান খান। তিনি জানান, ঠিক ২৫ থেকে ৩৫ বছর আগে তার বাবার হাত ধরে এই প্রতিষ্ঠানটির যাত্রা। এসএইচএসএটি পরীক্ষার জন্য সে সময় ইভান আর তার বন্ধুকে পড়াতেন তার বাবা মনসুর খান। যিনি কিনা পিএইচডি প্রার্থী এবং ইকোনমিক্স ও ফিন্যান্সের হাই স্কুল গণিত শিক্ষক ছিলেন। কিছু সপ্তাহের মধ্যে তার বাবা নতুন ছাত্র নিতে শুরু করলেন। পরবর্তীতে শিক্ষার্থী সংখ্যা বাড়তে থাকলে সেই টিউশনের কাজকে একটি অফিসিয়াল কোম্পানিতে রূপান্তর করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি খান টিউটোরিয়ালসকে। বর্তমানে বিনামূল্যে শিক্ষা দিচ্ছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সিইও আরো জানান, নিউ ইয়র্ক সিটির শিক্ষা ক্ষেত্রের মতো অসাধারণ একটি জায়গায় ৩০ বছর একটি দীর্ঘ সময়।
তিনি এ প্রতিষ্ঠানের এই দীর্ঘ যাত্রায় যারা অংশ নিয়েছিল, তাদের সবাইকে ধন্যবাদ জানান।

Advertisement
Comments
Advertisement

Trending