আসছে যুক্তরাষ্ট্র চট্টগ্রাম সমিতির নির্বাচনে তাহের-আরিফ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়েছে। গত ২১শে জুলাই, রোববার চার্চ-ম্যাকডোনাল্ডের বিশাল জমায়েতের মধ্য দিয়ে আসন্ন যুক্তরাষ্ট্র চট্টগ্রাম সমিতির নির্বাচনে তাহের-আরিফ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সৈয়দ এম. রেজা। নিউইয়র্ক এবং আশেপাশের স্টেট থেকে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী এই সভাতে যোগ দেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে তাহের-আরিফ প্যানেলকে বিজয়ী করার সংকল্প ব্যক্ত করেন। এ সময় বক্তারা অতীতের সকল নেতিবাচক কর্মকান্ডের বিপরীতে তাহের-আরিফ প্যানেল চট্টগ্রামবাসীর জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন।
এদিকে, আসন্ন নির্বাচনে তাহের-আরিফ পরিষদের নির্বাচনী কার্য্যক্রম পরিচালনা করার জন্য একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ সময় সমিতির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সাবেক কার্য্যকরী কমিটির সদস্য কামাল হোসেন মিঠুর নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের পক্ষে সকলে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করেন। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি,ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম,সাবেক সাধারন সম্পাদক জনাব মুনির আহমেদ,সাবেক নির্বাচন কমিশনার মিজানুর রহমান জাহাঙ্গীর,সাবেক নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সহ-সভাপতি ও অন্তবর্তীকালীন সদস্য আবুল কাসেম চট্রল ,সাবেক নির্বাচন কমিশনার মফজল আহমদ, সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, সাবেক কার্যকরী সদস্য কামাল হোসেন মিঠু,সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী,সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম,বিশিষ্ট ব্যবসায়ি মোঃ মুজিবুর রহমান,সাবেক কার্যকরী সদস্য হাসান ইমাম, বিশিষ্ট ব্যাংকার ফজলুল কাদের, রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, মোহাম্মদ ইসা,পল্লব রায় সাবেক সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত দত্ত।