Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্কে দিনব্যাপী চলচ্চিত্র প্রদশর্নী ৮ জুন

Published

on

নিউইয়র্কে দিনব্যাপী চলচ্চিত্র প্রদশর্নী ৮ জুন

‘যুদ্ধের বিরুদ্ধে সিনেমা’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে ‘২য় ডায়াস্পোরা ফিল্ম ফেস্টিভাল’ নিউইয়র্ক । ৮ জুন জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিং-এ এই আয়োজন করতে যাচ্ছে ডায়াস্পোরা ইউএসএ ইঙ্ক। দুপুরে ১২ টায় আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান উদ্বোধনের পর থেকে চলচ্চিত্র প্রদর্শনীটি চলবে একটানা রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত।
এবারের ফেস্টিভালের অন্যতম আকর্ষণ এমপ্লিফাইং সাউথ এশিয়ান ভয়েস শিরোনামে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পরিচালক এবং প্রযোজক শ্রী হরি স্যাথে এবং দীপক রানাইয়ারের সাথে কথোপকথন। এ আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারত, ইরান, ইসরাইল, চীন, তাইওয়ান, ব্রাজিল, ব্রিটেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, স্পেন, কিউবা, চিলি, কানাডা. ইউএসএ, অস্ট্রেলিয়া (অস্কার তালিকাভুক্ত পরিচালক রাধে জেগাথেভারের ছবি) সহ আরো অন্যান্য দেশ থেকে ৩৪১টির মত স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, অ্যানিমেশন এবং ফিকশন ছবি জমা পড়ে। দীর্ঘ যাচাইবাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ৪২টি ছবি প্রদর্শন করা হবে। শিশুদের জন্য একটি বিশেষ প্রদর্শনী থাকছে, যেখানে অ্যানিমেশন ছবি প্রদর্শিত হবে। এবার শ্রেষ্ঠ অ্যানিমেশন, প্রামাণ্যচিত্র এবং স্বল্প দৈর্ঘ্য ছবির ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ছবিকে পুরস্কার দেয়া হবে।

Advertisement
Comments
Advertisement

Trending