Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্কে প্রথমবারের মতো হোম বায়ার সেমিনার

Published

on

newyork-somoy

নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাড়ি বিক্রেতাদের সম্মেলন। আগামী ২৮ জুলাই রোববার নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে হতে যাওয়া আবাসন খাত বিষয়ক এ সেমিনারে অংশ নেয়া যাবে বিনামূল্যে। আয়োজকরা জানিয়েছেন, এ দিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এ সেমিনার চলবে দিনব্যাপী। যেখানে কিভাবে স্বল্প মূল্যে নিউইয়র্কে বসবাসরত বাঙ্গালীসহ অন্যান্য কমিউনিটির নাগরিকরা আবাসন সেবা পেতে পারেন সে বিষয়ে আলোচনা হবে। হোম বায়ার বিষয়ক এ সেমিনারে এরই মধ্যে বক্তা হিসাবে উপস্থিত থাকার জন্য সম্মত হয়েছেন লোন ডিপোটের অন্যতম জনপ্রিয় বিপনন কর্মকর্তা কৃষ রুদ্র এবং এটর্নি উইলিয়াম ম্যাসন। কোন ব্যাংক অ্যাকাউন্ট, ঋণ, স্যোসাল সিকিউরিটি নম্বর ছাড়াও কিভাবে নিউইয়র্কের বিভিন্ন স্থানে স্বল্প ও আকর্ষনীয় দামে বাড়ি ক্রয় করা যায় সে বিষয়ে তারা আলোকপাত করবেন। আয়োজকরা আরোও জানিয়েছেন, বিনামূল্যে প্রবেশাধিকার হলেও এ সেমিনারে অংশ নেবার আগে অবশ্যই ফোন কল করে নিবন্ধন করতে হবে কেননা আসন সংখ্যা সীমিত। সেমিনারে অংশ নিলে চাসহ অন্যান্য পানীয় , স্ন্যাকস এবং দুপুরের খাবার ফ্রি। নিবন্ধনকারীরা প্রয়োজন মতো সেখানেও অংশ নিতে পারবেন। তবে এ সেমিনারে শিশুরা অংশ নিতে পারবে না বলেও জানিয়েছে আয়োজন প্রতিষ্ঠান।

Advertisement
Comments
Advertisement

Trending