Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য নতুন কমিটি

Published

on

newyork-somoy

আগামী দুই বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইনকের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি উডসাইডের গুলশান টেরেসে ২০২৪-২০২৬ এর নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সদস্য এবং নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেমের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বটি পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও আহ্বায়ক কমিটির প্রধান। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির অভিষেক হওয়ার জন্য সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. রহিজ উদ্দিন। বিদায়ী সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম তার কার্যকরী কমিটির সময়কালে আয়-ব্যয়ের বিশদভাবে আলোচনা করেন। মোহাম্মদ শাহ মোয়াজ্জেম সভাপতি থাকাকালীন সময় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির নামে একশটি কবর ক্রয় করার সিদ্ধান্ত হয়। প্রধান অতিথি কনসাল জেনারেল মো: নাজমুল হুদা তার বক্তব্যে নব-নির্বাচিত কমিটির সকল সদস্য-সদস্যাদের অভিনন্দন জানান। দ্বিতীয় পর্বে শুরু হয় নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক। ২০২৪-২০২৬ এর জন্য দায়িত্ব পাওয়া সদস্যদের নাম ঘোষণা করেন আহ্বায়ক আইয়ূব চৌধুরি হারুন ও নতুন কমিটিকে ফুলদিয়ে বরণ করেন সদস্য সচিব মো. রহিজ উদ্দিন এবং নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান সমন্বয়কারী প্রফেসর নোয়াব মিয়া।

Advertisement
Comments
Advertisement

Trending