Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি কর্মকর্তার পদোন্নতি, বাপার অভিনন্দন

Published

on

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি কর্মকর্তার পদোন্নতি, বাপার অভিনন্দন

নিউইয়র্ক পুলিশে (এনওয়াইপিডি) সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট ও অফিসার থেকে সার্জেন্ট পদে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। গত বুধবার ৩১ জুলাই স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের কুইন্সে অবস্থিত পুলিশ একাডেমিতে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পদোন্নতিপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন বর্তমান পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবান। পদোন্নতি যারা পেলেন তারা হলেন লেফটেনেন্ট পদে মুহাম্মদ বিলাল উদ্দিন, সৈয়দ আলী।
পুলিশ অফিসার মো. টি আহমেদ, টিডি ৪; পুলিশ অফিসার মো. এম হাসান, টিডি ৩২; পুলিশ অফিসার মোহাম্মদ এস হাওয়ে, ১২০ নম্বর পুলিশ স্টেশন; পুলিশ অফিসার ওমর এ ভুঁইয়া, ৪০ নম্বর পুলিশ স্টেশন; পুলিশ অফিসার মহিরুল আই চৌধুরি, টিডি ৩৩। তারা সবাই সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন। এছাড়া পুলিশ অফিসার থেকে সার্জেন পদে উন্নীত হয়েছেন মো. টি আহমেদ, মো. এম হাসান, মোহাম্মদ এস হাওয়ে, ওমর এ ভুঁইয়া, মহিরুল আই চৌধুরি। আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনীতে বাংলাদেশিদের ধারাবাহিক অবদানের প্রেক্ষিতে এমন অর্জনে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)।

Advertisement
Comments
Advertisement

Trending